ইনবক্সে ইদ মোবারক ঝড় থামাতে আসছে অ্যাপ 'ঠেকাও মোবারক'

৬২৫ পঠিত ... ১৫:২২, মে ১৩, ২০২১

thekao mobarak earki Eid mubarak

ইদ যেন একটি ঝড়ের পূর্বাবাস। ফেসবুক ইনবক্সের উপর দিয়ে বয়ে যাওয়া এই 'ইদ মোবারক' ঝড়ের তান্ডবে অনেকেই হোন ক্ষতিগ্রস্ত। এবার এই ইদ মোবারক ঝড়কে আটকে দিতে বাজারে আসছে 'ঠেকাও মোবারক' নামে নতুন এক অ্যাপ।

অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান জানায়, 'যেই ব্যক্তি আপনাকে এমন মেসেজ পাঠায়, অ্যাপটি কাজ করবে সেই ব্যক্তির ফোনে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আমরা ওই ব্যক্তিকে স্মৃতিভ্রষ্ট করে ফেলবো। আপনি যে তার অতি আপন, আপনাকে মেসেজ না পাঠালে যে তার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে—এইসব সে একদমই ভুলে যাবে।'

ফরোয়ার্ড করা মেসেজের ক্ষেত্রে বিশেষ ফিচার রয়েছে অ্যাপটিতে। কেউ মেসেজ ফরোয়ার্ড করতে চাইলে অ্যাপের সারা নামের এক চরিত্র প্রথমে ব্যক্তিকে এর ক্ষতিকর দিক বোঝাবে। তাও না বুঝলে আবার বুঝাবে। এরপরও না বুঝলে ফরোয়ার্ড করার পর মেসেজটি আবার তার মোবাইলেই ফিরে আসবে।

ক্রাশের মেসেজ বিশেষভাবে রিড করতে সক্ষম এই অ্যাপ। ব্যবহারকারীর ক্রাশ যদি 'ইদ মোবারক' মেসেজ পাঠাতে চায় সেক্ষেত্রে অ্যাপটি কোন বাধা প্রদান করবে না। বরং ক্রাশ মেসেজ না পাঠাতে চাইলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ক্রাশের মেসেজ পেয়ে যাবে ব্যবহারকারী।

'ঠেকাও মোবারক' অ্যাপের বিষয়ে অবশ্য খুব একটা ভীত নয় 'ফরোয়ার্ড শুভেচ্ছা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ'। নিজেদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, 'ইদ মোবারক' না গেলে 'ঠেকাও মোবারক' লিখে পাঠাবেন। প্রয়োজনে অ্যাপের নির্মাতাকেও শুভেচ্ছা পাঠাবেন। কেউই কিছু করতে পারবে না। আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বোই ইনশাল্লাহ।'

৬২৫ পঠিত ... ১৫:২২, মে ১৩, ২০২১

Top