লকডাউনের কারণে দূষণ কমে যাওয়ায় ফিরে এলো মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

৭০৭ পঠিত ... ১৫:৫৯, মে ১৮, ২০২০

করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে দূষণ কমে যাওয়ায় পৃথিবীর নানান দেশে নানান হারিয়ে যাওয়া জীববৈচিত্র‍্য, পরিবেশের ভারসাম্য ফিরে এসেছে। বাংলাদেশে পিংক ডলফিন, সাগরলতা, ঢাকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ফিরে এসেছে দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরসম্রাট ওস্তাদ মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। এই ঈদে 'হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়' নামের এই অনুষ্ঠান প্রচারিত হবে মাহফুজুর রহমান ফিচারিং এটিএন বাংলা চ্যানেলে।

এক ঘন্টার এই একক সঙ্গীতানুষ্ঠানটি সাজানো হয়েছে মাহফুজুর রহমানের ১০টির মতো একক মিউজিক ভিডিও পারফরম্যান্স দিয়ে। সবুজ, পাহাড়, সমুদ্রের ব্যাকগ্রাউন্ড ও ভিজ্যুয়াল ইফেক্ট, মিউজিক এবং ওস্তাদের গলার এক অপূর্ব মেলাবন্ধন ফুঁটিয়ে তুলবে মোহনীয় এক পরিবেশ। লকডাউনের কারণে আউটডোর শ্যুটিং করতে না পারলেও কোন ধরণের কম্প্রোমাইজ করে ইনডোর শ্যুটিং করেননি তিনি। ভিডিও এডিটর দিয়ে আউটডোরের সিনকে নিঁখুতভাবে নিজের পারফরম্যান্সের সাথে মিলিয়ে দিয়েছেন।

উনার আগের সঙ্গীতানুষ্ঠানগুলোতে ওনার সাথে একাধিক নায়িকাকে দেখা গেলেও এবার দর্শক বঞ্চিত হবেন এমন দৃশ্য থেকে। করোনাকালিন এই কঠিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে কোন রোমান্টিক দৃশ্যও তিনি রাখেননি, রাখেননি কোন নায়িকাও। পুরো অনুষ্ঠান জুড়ে পাবেন না কোন ড্রামার, গিটারিস্ট কিংবা হারমোনিয়াম বাদক। সামাজিক দূরত্ব এড়াতে তিনি কোন মিউজিশিয়ান না নিয়ে, নিজেই নিজের গানের সাথে পিয়ানো বাজিয়েছেন।

৭০৭ পঠিত ... ১৫:৫৯, মে ১৮, ২০২০

Top