চাঁদ দেখা কমিটির ৩০ সদস্যের একটি দলকে সৌদি ভ্রমণের পরামর্শ

৪৫২ পঠিত ... ১৪:৪৫, মে ১২, ২০২১

chad-dekha-committee-arab

প্রতিবারই কীভাবে কীভাবে যেন বাংলাদেশের আগে সৌদি আরব ঈদের চাঁদ দেখে ফেলে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ পিছিয়ে আছে কেবল এই একটা ক্ষেত্রে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। এক্ষেত্রে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

সেই লক্ষ্যে 'বাংলাদেশ সরকারি বিদেশ ভ্রমণ সোসাইটি' থেকে চাঁদ দেখা কমিটিকে ৩০-৪০ সদস্যের একটা দল নিয়ে সৌদি ভ্রমণের পরামর্শ দিয়েছেন। কমিটির এক জেষ্ঠ সদস্য বলেন, 'কত দলইতো কত কাজে বিদেশ যায়। এই যে, আমরাও একটা দল কিছুদিন আগে অফিসে ঘুম তাড়ানো শিখতে বিদেশ গেছিলাম। সেদিক থেকে বিবেচনা করলে চাঁদ দেখা বিদেশ যাওয়া আরো অনেক বেশি লেজিট।'

কীভাবে সৌদি আমাদের চেয়ে এগিয়ে গেল এর কারণ ও যথাযথ প্রতিকার জেনে আসার ব্যাপারেও গুরুত্বারোপ করেন তারা। তারা বলেন, 'আকাশ তো একটাই। তাইলে ওরা আমাদের আগে চাঁদ ক্যামনে দেখে! ওদের ওখানে বাঁশ বাগানও নাই যে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠবে। তাহলে কিসের বলে তারা এতটা এগিয়ে গেছে! আমরা কোথায় পিছিয়ে! কী এমন যন্ত্রপাতি তারা ব্যবহার করে! সে বিষয়গুলো জেনে আসা দরকার।'

এই সময়ে সোসাইটির কেনাকাটা সংক্রান্ত এক অফিসার বলেন, 'বিশেষ করে যন্ত্রপাতি গুলার বিষয়ে জেনে আসবেন। অনেক দিন হয় কেনাকাটা করি না।'

অন্য এক কর্মকর্তা চাঁদ দেখা কমিটির উদ্দেশ্যে কানে কানে বলেন, 'যন্ত্রপাতি নিয়া মাথা ঘামানোর দরকার নেই। প্রতি বছর ২৯ রমজানে সৌদি চলে যাবেন। চাঁদ দেখে ওখান থেকেই ঈদের ঘোষণা দিবেন। এতে লাভ হলো, প্রতিবছরই সৌদি যাওয়ার একটা ব্যবস্থা হবে। প্রতিবছরই ওমরা করতে পারবেন।'

৪৫২ পঠিত ... ১৪:৪৫, মে ১২, ২০২১

Top