আত্মগোপনে চলে যাচ্ছে মেহেদি নামের ছেলেরা

১৫৬৯ পঠিত ... ২১:৪৩, মে ১১, ২০২১

Mehedi

প্রতিবছর ঈদের আগে আগে রহস্যজনকভাবে আত্মগোপনে চলে যায় মেহেদি নামের ছেলেরা। এই রহস্যের কোন কুল কিনারা না পেলেও এবার আবারো মেহেদি শূন্য হয়ে যাচ্ছে পুরো দেশ। জানা যায়, আজ সকাল থেকেই ধীরে ধীরে আত্মগোপনে চলে যাচ্ছে তারা। ঈদের পর ফিরবে জানিয়ে অনেকে চিরকুটও রেখে যাচ্ছে।

অজ্ঞাত স্থানে থাকা এক মেহেদির সাথে কথা বলি আমরা। বাড়ির আপু-ফুফুদেরকে দায়ী করে তিনি বলেন, 'সেই ছোটবেলা থেকে তারা আমাকে দিয়ে মেহেদি বাটায়। এখন তো কোন মেহেদি আসছে, তাও আমার মুক্তি নেই। মেহেদি বাটতে বাটতে হাতে ফোঁসকা পড়ে যায়। এমন অমানসিক নির্যাতনের পর কীভাবে থাকি বলেন।'

অন্য এক মেহেদি জানান, 'কয়েক বছর আগে একবার পাশের রুমে কাজিনরা আলাপ করছিলো মেহেদি লাগাবে। ওইদিনই কোন এক কারণে আম্মা আমাকে উদুম কেলানি দেয়। এর পরের বছরও একই কাহিনী। ওরা আসলে জ্যোতিষ টাইপ মানুষ। জানে কখন আমাকে আম্মু মারবে। এজন্য ঈদের আগে আগে ওদের এমন আলাপ শুনলেই আমি পালিয়ে যাই।'

এদিকে রাস্তায় দৌঁড়াতে থাকা এক মেহেদিকে পাই আমরা। কেন দৌঁড়াচ্ছে জানতে তিনি বলেন, 'সব মেহেদিরা পালাচ্ছে সেজন্য আমিও পালাচ্ছি। কেন পালাচ্ছি জানি না।'

১৫৬৯ পঠিত ... ২১:৪৩, মে ১১, ২০২১

Top