চাঁদপুরকে দেখে আমরা সিদ্ধান্ত নেই আমাদের কবে ঈদ হবে: সৌদি চাঁদ দেখা কমিটি

১১১০ পঠিত ... ১৬:০১, মে ১২, ২০২১

chadpur-dekhe-saudi-eid

নাইজেরিয়ায় চাঁদ দেখা যাওয়ার খবরে আজ সম্ভাব্য দুইদিন আগে ঈদ পালিত হচ্ছে চাঁদপুরের ৪০টি গ্রামে। হিসেব মতে যেটা সৌদি আরবেরও এক দিন আগে। এমন খবরে আগামীকাল সৌদিতে ঈদের অগ্রিম ঘোষণা দিল সৌদি চাঁদ দেখা কমিটি। নিজেদের একটি ভূয়া সূত্র থেকে তারা জানায়, 'আমাদের চাঁদ উঠবে কি উঠবে না তা নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না। চাঁদপুর আমাদের সে চিন্তা দূর করেছে। আগামীকাল সৌদি আরবে সর্বাত্মক ঈদ।'

সৌদি চাঁদ দেখা কমিটি থেকে জানা যায়, 'চাঁদ দেখার জন্য সবাই আকাশের দিকে তাকিয়ে থাকলেও সৌদির লোকজন তাকিয়ে থাকে চাঁদপুরের দিকে। চাঁদপুরের জমিনে ঈদ উদযাপন হওয়ার পর দিনই সৌদিতে ঈদের ঘোষণা দেন তারা।'

শুনতে অবাক লাগলেও এটাই সত্য। বাংলাদেশ সৌদির দিকে তাকিয়ে থাকলেও সৌদি তাকিয়ে থাকে বাংলাদেশেরই চাঁদুপুর অঞ্চলের দিকে। এ বিষয়ে সৌদি চাঁদ দেখা কমিটির একজন বলেন, 'চাঁদের দেশ বইলা নাসা আমাদেরকে যেটা দেখায় ওটা আসলে ভূয়া। আসল চাঁদের দেশ হইলো চাঁদপুর। চাঁদ থাকেই চাঁদপুরেই। সো ওরা যখন তখন ঈদ করতে পারে।'

চাঁদপুরের সাথে সৌদি এই গোপন চুক্তির কথা স্বীকার করেছেন চাঁদের পৃথিবী দেখা কমিটিও। তারা বলেন, 'চাঁদ থেকে আমরা চাঁদপুরের দিকে তাকিয়ে থাকি। চাঁদপুরের মানুষ ঈদ পালন করলে ওইদিন সন্ধ্যায় চাঁদ মামা পৃথিবীর আকাশে দেখা দেওয়ার অনুমতি পান।'

তবে চাঁদপুরের ওই ৪০ গ্রামের বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, 'পৃথিবীর অনেক দেশ থেকে আমরা এগিয়ে, কেউ আমাদের আগে ঈদ করে ফেলবে তা তো হয় না।'

১১১০ পঠিত ... ১৬:০১, মে ১২, ২০২১

Top