ঈদ উপলক্ষে ফেসবুকে আসছে কোলাকুলি রিয়্যাক্ট

৫৩৮ পঠিত ... ১৪:০২, মে ২০, ২০২০

রোজার আগে কেয়ার রিয়্যাক্ট এনে বেশ হইচই ফেলে দিয়েছিলেন জাকারবার্গ। যাদের কেয়ার করার মানুষ আছে, তারা ভূয়সী প্রশংসা করেছিলেন সেই রিয়্যাক্টের। তবে ফেসবুকের মহাসচিব ওই রিয়্যাক্টের জন্য সমালোচনার মুখেও পড়েছিলেন। সিঙ্গেলদের প্রশ্নবাণে হয়েছিলেন জর্জরিত। আর সেজন্যই গণমানুষের জন্য এবার ঈদে তিনি আনতে যাচ্ছেন 'কোলাকুলি রিয়্যাক্ট'।

ফেসবুকের রিয়্যাক্ট ডিভিশন থেকে আমাদের জানানো হয় যে, চাঁদ রাতেই চলে আসবে এই বহুল প্রতীক্ষিত কোলাকুলি রিয়্যাক্ট। তবে সেটা তৎক্ষণাৎ ব্যবহার করা যাবেনা। ঈদের দিন সকালে নামাজের সময় পার হলেই স্বয়ংক্রিয়ভাবে রিয়্যাক্টটি যুক্ত হয়ে যাবে আপনার ফেসবুকে।

কোলাকুলি রিয়্যাক্টের ব্যাপারে জাকারবার্গ গতকালই দিয়েছেন একটি 'অনলি মি' প্রাইভেসির জ্বালাময়ী স্ট্যাটাস৷ সবাইকে ঈদ মুবারাক জানিয়ে তিনি বলেন, 'প্যান্ডেমিকে ঘেঁষাঘেঁষি নিষিদ্ধ। অর্থাৎ বুঝতেই পারছেন, কোলাকুলিও নিষিদ্ধ। তাই আমি আর প্রিসিলা যৌথ উদ্যোগে আপনাদের জন্য এনেছি নিরাপদ দূরত্বের কোলাকুলি। সত্যিকারের কোলাকুলি না করে রিয়্যাক্ট ব্যবহার করুন, সুস্থ্য থাকুন।'

এ সময় প্রিসিলা সেখানে কমেন্টে বলেন, 'প্লিজ! কোলাকুলি রিয়্যাক্ট করার আগে ফোনের স্ক্রিন স্যানিটাইজার দিয়ে মুছে নিন।'

নারী পুরুষ নির্বিশেষে সকলের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এই রিয়্যাক্ট, এরকম উল্লেখ করে জাকারবার্গ আরো বলেন, 'আপনাদের আক্ষেপের দিন অবশেষে ফুরালো। কারণ এই রিয়্যাক্ট দিয়ে ক্রাশের সাথেও এবার করা যাবে কোলাকুলি!'

এ সময় অনেকেই জিজ্ঞেস করেন, 'জাকু ভাই, কোলাকুলি তো তিনবার করতে হয়। রিয়্যাক্টেও কি তিনবার ট্যাপ করণ লাগবো?' জাকারবার্গ এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও তিনি সবশেষে বলেন, 'মনে রাখবেন, মনের রিয়্যাক্টই আসল রিয়্যাক্ট'।

৫৩৮ পঠিত ... ১৪:০২, মে ২০, ২০২০

Top