নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের জার্সি সিরিজের আগে ডেলিভারি পাওয়া নিয়ে সংশয়

৫৮০ পঠিত ... ১৮:০৭, ফেব্রুয়ারি ২২, ২০২১

jersey bangladesh

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের জার্সি উন্মোচন করা হলো আজ। তবে জার্সিতে ইভ্যালির লোগো দেখে সঠিক সময়ে জার্সি ডেলিভারি পাওয়া নিয়ে ক্রিকেটভক্তদের মাঝে তৈরি হয়েছে সংশয়।

ইভ্যালিতে একবার জার্সি অর্ডার করা এক ভক্ত জানায়, 'গত বিশ্বকাপে ইভ্যালিতে একটা জার্সি অর্ডার করছিলাম। এখনো আসে নাই। আল্লাহ না করুক, শেষ পর্যন্ত প্রিয় ক্রিকেটারদের না আবার খালি গায়ে খেলতে নামতে হয়।'

জার্সি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের সমালোচনা করে অন্য এক ভক্ত বলেন, 'ইভ্যালির মানসম্পন্ন সেবা নিতে চাইলে অন্তত ১ বছর আগে অর্ডার করতে হয়। নিউজিল্যান্ড সিরিজ শুনলাম এপ্রিল-মে মাসে। তাও শুরু হবে নিউজিল্যান্ডের মাটিতে!'

তবে বিদেশের মাটিতে হওয়ায় জার্সি পাওয়ার নিশ্চয়তা দিয়েছে ইভ্যালি। ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে পাঠানো একটি ফেক ইমেইলের মাধ্যমে ইভ্যালির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জানান, 'বিদেশে আমরা দেশের চেয়ে অনেক বেশি দ্রুতগতির ডেলিভারি দিয়ে থাকি। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের কথা বিবেচনা করে আমরা ইতোমধ্যে ডেলিভারির বিষয়ে ইন্টারনেট এক্সপ্লোরারের সাথে কথাও বলে রেখেছি। আশা করছি ক্রিকেটাররা খালি গায়ে খেলতে নামবে না। নামলেও তাদের বুকে ইভ্যালির স্টিকার লাগিয়ে দিবো। সেজন্য আমরা আগে স্টিকার বানানোর কাজে হাত দিয়েছি।'

৫৮০ পঠিত ... ১৮:০৭, ফেব্রুয়ারি ২২, ২০২১

Top