পাকিস্তানকে সিরিজ খেলতে আসার আমন্ত্রণ জানালো আফগানিস্তান, এবার নিরাপত্তা নিয়ে চিন্তিত পাকিস্তান

৩১৪ পঠিত ... ১৮:১৩, সেপ্টেম্বর ১৮, ২০২১

afghan paki tour

নিরাপত্তার সংশয়ে পাকিস্তানে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। বিষয়টি নিয়ে পাকিস্তান জুড়ে তোলপাড় ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এদিকে একটু সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে জানা যায়, পাকিস্তানকে সিরিজ খেলতে আসার আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান৷ তবে এবার মনে হচ্ছে নিরাপত্তা নিয়ে চিন্তিত পিসিবিই৷

ভূয়া সূত্রটি মারফত সিরিজ প্রসঙ্গে আফগানিস্তানের তালেবান ক্রীড়ামন্ত্রী বলেন, 'যা বুঝলাম, নিরাপত্তা নিয়া পাকিস্তানের আসলে কোন ডর ভয় নাই৷ দাওয়াত দিলে তারা আমাদের দেশে নিঃসংকোচে চলে আসবে। খেলবেও। একদিক থেকে আমরাও সারা বিশ্বকে জানাতে পারবো, হাতে বন্দুক নিয়া চলাফেরা করলেও আমরা কতটা নিরাপদ।'

এদিকে বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের কর্মকর্তা রমিজ রাজা। নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকলেও তা চেপে গিয়ে নিজের ফেক আইডি থেকে রাজা বলেন, 'আফগানিস্তান খেলতে আমাদের কোন বাঁধা নেই৷ কিন্তু আফগানিস্তান যাওয়াটাই একটু সমস্যা। আমরা এখনও ভাবছি। এখনও বিষয়টি অনিশ্চিত।'

এ পর্যায়ে একজন 'ভাই ডরাইসেন নাকি?' লিখে কমেন্ট করলে রমিজ রাজা তাকে ব্লক করে দেন।

পাকিস্তানের এমন নড়বড়ে রেসপন্সে দমে যায়নি আফগানিস্তান। নিউজিল্যান্ডের পাকিস্তান গিয়ে দেড় ঘন্টা আগে সিরিজ বাতিল করাটা পছন্দ হয়েছে তাদের৷ সেজন্য নিউজিল্যান্ড দলটিকেও আফগানিস্তান সফরের অনুরোধ করে পেছনে দুই বন্দুকধারী নিয়ে আফগানিস্তানের এক ক্রিকেট কর্মকর্তাবলেন, 'নইলে আপনারাই আসেন৷ খেলতে হইবো না। দরকার হইলে খেলা শুরুর ৩ দিন আগে সিরিজ বাতিল করেন। তাও আসেন৷ দেখে যান, আমরা কতটা নিরাপদ।'

৩১৪ পঠিত ... ১৮:১৩, সেপ্টেম্বর ১৮, ২০২১

Top