ফাইলের কাভার দেখেই এখন মাশরাফি বলে দিতে পারেন, অনুমোদন পেতে কতদিন সময় লাগবে। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
এমন তথ্যের পর সরকারি ফাইলের ভবিষ্যৎ জানতে দেশের নানান প্রান্তের মানুষ ধরনা দিচ্ছেন মাশরাফির কাছে। অনেকে মাশরাফিকে ফাইল জ্যোতিষ বলেও আখ্যা দিয়েছেন।
এমন এক ব্যক্তি নিজের ফেক আইডি থেকে বলেন, ‘সরকারি ফাইল কবে ছুটবে এটা আমরা সবসময় ট্রেস করতে পারি না। ফলে আটকে যায় অনেক কাজ। দেরি হলেও এক্সাক্ট সময় জানতে পারলে অনেক কাজ এগিয়ে ফেলা যায়। এজন্যই আমরা মাশরাফি ভাইয়ের কাছে যাচ্ছি। তিনি নগদে বলে দিচ্ছেন কোন ফাইল কতদিন পর বের হবে।‘
মাশরাফির ডেডিকেশন নিয়ে মুগ্ধতার কথাও জানিয়েছেন অনেকে। এমনই একজন বলেন, ‘মাশরাফি কোনো বৈষম্য করছেন না। মুচিকে যেমন সময় দিচ্ছেন, সময় দিচ্ছেন পয়সাওয়ালা মানুষদেরও।‘
মাশরাফির ডেডিকেশনের উদাহরণ দিতে গিয়ে অন্য এক ব্যক্তি বলেন, ‘মাশরাফি ভাইয়ের কোনো তুলনা হয় না। তিনি পায়ে ৭ টা সেলাই নিয়েও আমাদের ফাইলের সময় জানিয়ে দেন।‘