তোমরা ঢাবির চেয়ে বেটার ইউনিভার্সিটি ডিজার্ভ করো: ডক্টরেট ডিগ্রিধারীদের উদ্দেশে ঢাবি কর্তৃপক্ষ

১৯৫৪ পঠিত ... ১৫:৩৪, জানুয়ারি ০৪, ২০২১

৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ৩ শিক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়। অভিযোগ ওঠে, স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম হওয়া এক প্রার্থী ও ডক্টরেট ডিগ্রিধারী ৫ জন প্রার্থীকে বাদ দিয়ে ফলাফলে দশম ও চতুর্থ হওয়া প্রার্থীকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

তবে সকল অভিযোগকে উড়িয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কার্জন হলের ছাদের উপর দাঁড়িয়ে ডক্টরেট ডিগ্রিধারীদের উদ্দেশে নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত ঢাবির এক প্রবীণ শিক্ষক বলেন, 'তোমরা আমার চেয়ে বেটার ইউনিভার্সিটি ডিজার্ভ করো।'

নিজের বক্তব্যকে একটু ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'ওরা পিএইচডি করা; একজন স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম। ওরা শিক্ষকতা করবে আসল অক্সফোর্ডে, হার্ভার্ডে। নিজেদের স্বার্থে অক্সফোর্ড লাইটে ওদেরকে আটকে রেখে তো আমরা ওদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না।'

ডিগ্রিধারী যোগ্য প্রার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, 'তোমরা আমাদের গর্ব। অক্সফোর্ড, হার্ভার্ডে শিক্ষকতা করলে তোমাদেরকে নিয়া আমরা গর্ব করবো। বুকের ছাতি ৫ ইঞ্চি প্রসারিত করে বলবো, 'দেখ দেখ, দেশি পোলা। অক্সফোর্ডের টিচার। তোমাদের এখানে নিয়োগ দিয়ে নিজেকে ও দেশের মানুষকে এমন গর্ব করা থেকে বঞ্চিত করতে চাই না।'

'যুতসইভাবে মিলেরও একটা ব্যাপার আছে' এমনটা উল্লেখ করে তিনি বলেন, 'বিদেশি ডিগ্রিধারী মেধাবী শিক্ষক আর ঢাবি- মিলে নাকি মিয়া? কোনভাবেই এইটা যায় না! পুরাই বাংলা সিনেমার চাকর ওমর সানি আর রাজকন্যা মৌসুমী কম্বিনেশন। এটা তো আর সিনেমা না, সুতরাং পৃথিবী মেনেও নিবে না। সবকিছু বিবেচনা করে সুবিবেচক মানুষ হিসেবে আমরা সেরা সিদ্ধান্তটাই নিয়েছি।'

যোগ্য ছেলেমেয়েকে ঢাবিতে নিয়োগ দিলে র‍্যাংকিংয়ে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান এই প্রবীণ শিক্ষক। তিনি বলেন, 'আমরা সবসময় থাকি হাজারের পরে। সেই আমরা যদি সেরা মেধাবীদের শিক্ষক হিসেবে রেখে দেই তাহলে হার্ভার্ড, জন হপকিন্স, কুইন্সল্যান্ডের মতো টপে থাকারা ভার্সিটিরা হয়তো র‍্যাংকিংয়ে নিচের দিকে চলে আসবে। একজন শান্তিপ্রিয় হিসেবে এমন বিশৃঙখলা তো আমরা করতে পারি না, কী বলেন?'

১৯৫৪ পঠিত ... ১৫:৩৪, জানুয়ারি ০৪, ২০২১

Top