ক্যান্টিনে লাঞ্চ করতে পারছেন না রেজিস্টার বিল্ডিঙের কর্মকর্তারা

২২৩ পঠিত ... ১৭:৪২, জানুয়ারি ১৪, ২০২৩

ক্যান্টিনে লাঞ্চ করতে পারছেন না রেজিস্টার বিল্ডিঙের কর্মকর্তারা

ঢাবির রেজিস্টার বিল্ডিং এর কর্মকর্তারা লাঞ্চ করতে পারছেন না। জানা গেছে, কান্টিনের লাঞ্চ করতে গেলেই তাদেরকে বলা হচ্ছে, লাঞ্চের পরে আসেন।

আজ এমন এক জটিল সমস্যার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং এর এক কর্মকর্তা। লাঞ্চ করতে না পেরে ক্ষুধার্ত, ক্লান্ত এই কর্মকর্তা বলেন, ‘পেটে ক্ষুধা নিয়ে লঞ্চ করতে গেছিলাম। কিন্তু ওরা আমাকে লাঞ্চ করতে দিলো না। বললো, লাঞ্চের পরে আসেন। এটা কোন ধরনের অমানবিকতা? লাঞ্চের জন্য এভাবে লাঞ্চ আটকা থাকবে কেন?’

লাঞ্চ করতে না পারলেও করতে পারছেন ডিনার ও ব্রেকফাস্ট। বিকেলের নাস্তাও করা যাচ্ছে বাধাহীন ভাবেই।

লাঞ্চ নিয়ে কেন এমন বাধা? জানতে চাইলে ক্যান্টিনের এক কর্মকর্তা বলেন, ‘প্লিজ, প্রশ্ন টশ্ন যা আছে সব নিয়ে লাঞ্চের পরে আসেন।'

এদিকে এমন ঘটনার প্রতিবাদ জানাতে ও ক্ষোভ প্রকাশ করতে মানববন্ধনের আয়োজন করার কথা ছিলো রেজিস্ট্রার বিল্ডিং কর্মকর্তাদের। কিন্তু লাঞ্চের আগে কেউ আসতে না চাওয়ায় সেটিও আর করতে পারেননি তারা।

২২৩ পঠিত ... ১৭:৪২, জানুয়ারি ১৪, ২০২৩

Top