মাধ্যমিকে দেশের সেরা স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে আশাবাদী জসিম

১০৮১ পঠিত ... ১৮:৪২, নভেম্বর ২৫, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এমনটা জানান।

এমন ঘোষণার পর মাধ্যমিকে দেশের সেরা স্কুলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক লটারি চ্যাম্পিয়ন নায়ক জসিম। প্রাথমিক পছন্দ হিসেবে মতিঝিল আইডিয়ালকে বেছে নিয়েছেন তিনি।

নিজের লটারি জেতার ঐতিহ্যের রেফারেন্স দিয়ে জসিম বলেন, 'যারা মতিঝিল আইডিয়ালে প্রথম হওয়ার কথা ভাবছো, তারা এবার লটারি কিনো না। সামনের বার কিনো। কারণ এবার মতিঝিল আইডিয়াল থেকে লটারি কিনবে লটারি চ্যাম্পিয়ন জসিম।'

মতিঝিল আইডিয়ালকেই বেছে নেয়া প্রসঙ্গে জসিম বলেন, 'স্কুলটি কমলাপুর রেলস্টেশনের কাছে হওয়ায় স্টেশনে পার্ট টাইম কুলির কাজ আর চানাচুর বিক্রি করার চান্স আছে। তাছাড়া ঠেলাগাড়িও ওই এলাকাতেই চালায়া আরাম।'

ইতোমধ্যে ঠেলাগাড়ি চালানো শুরুও করে দিয়েছেন তিনি। ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে জসিম বলেন, 'শুনেছি মতিঝিল আইডিয়ালে মেলা খরচ। সেজন্য এখন থেকে টাকা জমাচ্ছি। আমাকে মতিঝিল আইডিয়ালে ভর্তি হতেই হবে।'

'লটারিতে তো আপনি প্রথম হবেন, তবে পত্রিকার প্রথম পাতায় আসতে আপনাকে অবশ্যই ভিকারুন্নিসা বা হলিক্রসে ভর্তি হতে হবে' আমাদের এমন তথ্যে জসিম বলেন, 'না না, আমি গরিব হতে পারি কিন্তু পত্রিকার প্রথম পাতায় আসার লোভ আমার নেই। ভিকারুন্নিসা বা হলিক্রসে ভর্তি হওয়ার জন্য আমি শাকিবকে লটারি কিনে দিবো বলে ভাবছি।'

১০৮১ পঠিত ... ১৮:৪২, নভেম্বর ২৫, ২০২০

Top