হাওয়া দেখার জন্য সব মামলা থেকে জামিন চান সাহেদ

৪৯০ পঠিত ... ১৭:৪৮, জুলাই ৩০, ২০২২

Hawa-dekhar-jonno-baki-mamlateo-jamin-chay-sahed

করোনার সময় প্রতারণার মামলায় গ্রেফতার হওয়া রিজেন্ট সাহেদ একটি মামলা থেকে স্থায়ী জামিন পেয়েছেন। কিন্তু আরও কয়েকটি ফৌজদারি মামলায় জামিন না হওয়ায় কারাগার থেকে বের হতে পারবেন না তিনি।

এদিকে হাওয়া সিনেমা দেখার জন্য মন আকুপাকু করছে বলে জানান সাহেদ। নিজের একটি ফেক আইডি থেকে তিনি জানান, হাওয়া সিনেমা দেখার জন্য বাকি সব মামলা থেকেও জামিন চান তিনি।

দেশের শিল্প-সাহিত্যের এমন দিনে পাশে থাকার আকুতি নিয়ে সাহেদ বলেন, ‘আপনি জানেন ভাই, আমি ঢাকা শহরে মোর দেন থার্টি ইয়ার্স। ৩০ বছর ধরে এখানে আছি ভাই, কিন্তু ঢাকা শহরের সিনেমা যে এত উন্নতি করছে আমি জানতাম না। জেলে এসেই জানলাম। জেলে আছি বলে এই শিল্প-সাহিত্যের সাথে আমি থাকবো না?’

ঢাকাই সিনেমার উন্নয়নে সরকারের অবদানের কথাও তুলে ধরেন সাহেদ।জেলখানার দখিনা হাওয়ায় একটা নিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘দেখেন, এই সরকার কিন্তু চেষ্টা করছে। এই যে হলে গিয়ে লাইন ধরে হাওয়া দেখছেন, এটা কিন্তু উন্নয়নের হাওয়া।‘

সিনেমার এমন উন্নয়নে গণমাধ্যমের অবাদ স্বাধীনতার দিকেও ইঙ্গিত করেন সাহেদ। সাহেদ বলেন, ‘আপনি আজকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন। আমি জেল খানায় বসেই হাওয়া সিনেমার নিউজ জেনেছি। এই সরকার কিন্তু এটা সম্ভব করেছে। আমার একটাই চাওয়া, আমি সিনেমা হলে গিয়ে হাওয়া দেখতে চাই।‘ 

৪৯০ পঠিত ... ১৭:৪৮, জুলাই ৩০, ২০২২

Top