নিজেদের দাম বাড়াতে নাম পাল্টে 'প্রথম আলু' রাখতে চায় প্রথম আলো

১১৮০ পঠিত ... ১৭:৪২, অক্টোবর ১৪, ২০২০

আলোর গতির চেয়েও দ্রুত গতিতে দাম বাড়ছে আলুর। এই দ্রুত গতিতে বেড়ে যাওয়া দাম ধরতেই নিজেদের নাম পাল্টাতে চায় দেশের প্রথম সারির পত্রিকা 'প্রথম আলো'। আলুর সাথে মিল রেখে নতুন নাম ঠিক করা হয়েছে 'প্রথম আলু'। লোগোতেও আসবে পরিবর্তন। ভোরের সূর্যের স্থলে চলে আসবে একটি আস্ত লাল আলু। সম্পূর্ণ অবিশ্বস্ত এক সূত্র থেকে প্রথম আলোর এক ভবিষ্যৎ সম্পাদকের বরাত দিয়ে এমনটা জানানো হয়।

প্রথম আলোর এই ভবিষ্যৎ সম্পাদক আমাদেরকে এক মিথ্যে সাক্ষাৎকারে বলেন, 'দাম বাড়াতেই এমন সিদ্ধান্ত। ১০ টাকায় আর কতদিন পড়ে থাকবো। নামটা 'প্রথম আলু' রাখতে পারলেই পত্রিকা প্রতি ৫০ টাকা করে দাম রাখবো।'

'কারওয়ান বাজারে অফিস হওয়ায় এই আলু নামটা তাদেরই প্রাপ্য' এমনটা দাবি করে তিনি বলেন, সারাদিন কারওয়ান বাজারে আলুর আশপাশে থেকেও এতদিন লাগলো এই আইডিয়া মাথায় আসতে। করোনাকালে বসে বসে তো একদম ডাম্ব হয়ে যাচ্ছি।'

হাসতে হাসতে নিজেকে 'একটু চালাকম্যান' দাবি করে তিনি আরো বলেন, 'ভুল টুল করলে 'আলুর দোষ' বলেও চালিয়েও দেয়া যাবে। আমাদের ঘাড়ে আর দোষ আসবে না।'

দৈনিক ফিচার পাতাগুলোর নাম বদলে সেগুলো বিভিন্ন সবজির নামে করা হতে পারে বলে জানান তিনি। হাস্যোজ্জ্বল মুখে বলেন, 'নকশার নাম দেবো মিষ্টি কুমড়া। কেমন হবে বলেন তো?'

মেরিল-প্রথম আলো পুরষ্কারের নামও পরিবর্তন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, 'নতুন নাম কী হবে বুঝতেই পারছেন। পাশাপাশি পুরষ্কার হিসেবে ক্রেস্ট ট্রেস্ট না দিয়ে আলু দেয়ার ব্যাপারেও ভাবনা আছে আমাদের।'

১১৮০ পঠিত ... ১৭:৪২, অক্টোবর ১৪, ২০২০

Top