দেশে সাংবাদিকতার স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনলো স্বাস্থ্য মন্ত্রণালয়

২৪২ পঠিত ... ১৭:০২, মে ১৮, ২০২১

shasthokor-poribesh

দেশে করোনা পরিস্থিতি ও গণস্বাস্থ্যের তেমন উন্নতি না হলেও সাংবাদিকতার স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৭ মে সন্ধ্যায় সংবাদ সংগ্রহ করতে মন্ত্রণালয়ে যাওয়া প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের মাধ্যমে এই বিপ্লব ঘটানো সম্ভব হয়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সাংবাদিকরা যেসব খবর ছাপায়, বেশিরভাগই অস্বাস্থ্যকর। সেইসব খবরে সরকার ও মন্ত্রণালয়ের দুর্নীতি লুটপাটের খবর দেখে পাঠকদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে, যা জাতীয় ক্ষেত্রেই স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং সংবাদ ও গণমাধ্যমকে সুস্বাস্থ্যে ভরিয়ে তুলতে এ ধরনের সংবাদ ও সাংবাদিকদের আটকে দিতে হবে।'

press freedom (2)

জনৈক সরকারপন্থী অনলাইন গণমাধ্যম বিশেষজ্ঞও জানালেন এমন কিছু, 'স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এইসব লুটপাটের খবর পাবলিকের সুখ নষ্ট করে। পাবলিক যেন সুখে থাকে, সেই চিন্তা কি স্বাস্থ্য মন্ত্রণালয় করবে না? সুখে না থাকলে স্বাস্থ্য ভালো থাকবে কী করে?'

এ পর্যায়ে তিনি দেশের সকল অশান্তির জন্য সাংবাদিকদের দায়ী করে আরও বলেন, 'আপনারা দুর্নীতিকে না বলুন। আর দুর্নীতিকে না বলার প্রধান উপায় হলো দুর্নীতির খবর না ছাপানো...'

২৪২ পঠিত ... ১৭:০২, মে ১৮, ২০২১

Top