প্রেস ফ্রিডমে সারা বিশ্বে এক নম্বর অবস্থানে বাংলাদেশ

২৬৯ পঠিত ... ১৫:০৩, মে ১৮, ২০২১

press-freedom--bangladesh

প্রেস ফ্রিডমের এক গ্লোবাল ইনডেক্সে শীর্ষ অবস্থান দখল করেছে বাংলাদেশ। বাংলাদেশকে এমন বিরল সম্মান এনে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা আসলামকে শারীরিকভাবে হেনস্থা করে প্রায় ৫ ঘন্টা একটি রুমে আটকে রাখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাফরা। এই সময়ে রোজিনা ইসলামের গলা চেপে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজি জেবুন্নেসা বেগম।

এই ছবিটি প্রকাশ হওয়ার সাথে সাথেই বিশ্ব প্রেস প্রিডম অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা ঘুম থেকে উঠে যায়। এরপর নগদে বাংলাদেশকে এমন সম্মানে ভূষিত করা হয়।

press freedom (1)

এক বিবৃতিতে প্রেস প্রিডম অ্যাসোসিয়েশন বলেন, 'প্রেস করা বা চেপে ধরার স্বাধীনতায় বাংলাদেশ অনেক আগে থেকে নিজেদের শ্রেষ্ঠত্বের কথা জানান দিচ্ছিলো। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই চেপে ধরার ছবি প্রমাণ করে, সুস্থ ধারায় চেপে ধরার ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সবার সেরা।'

বিবৃতিতে আরো বলা হয়, 'বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের চেপে ধরা থেকে কেউ মুক্ত না। দেশের শীর্ষস্থানীয় দৈনিকের সিনিয়র সাংবাদিককে চেপে ধরে তারা প্রমাণ করেছে এই সম্মান তাদের প্রাপ্য। কোন যোগ্যতা কিংবা পুরষ্কার কিংবা অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম উদাহরণ হলেও ছাড় দেয়া হবে না।'

press freedom (2)

এই সময়ে চেপে ধরার স্বাধীনতায় দক্ষতার কথাও উল্লেখ করা হয়। এক কর্মকর্তার উদাহরণ টেনে তারা বলেন, 'এক হাতে মোবাইল, আরেক হাত দিয়ে চেপে ধরা প্রমাণ করে চেপে ধরার দক্ষতার। দেখে মনে হচ্ছিলো শিল্পীর তুলিতে আঁকা চেপে ধরার কোন চিত্রকল্প। কী হাতের মুদ্রা, কী এক্সপ্রেশন আর কী কনফিডেন্ট! অ্যামাজিং।'

একটি ভূয়া সূত্র থেকে জানা যায়, 'এমন সম্মান অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আনন্দ উল্লাস কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচির মধ্যমণি জনৈক অতিরিক্ত সচিব বলেন, 'কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে চেপে ধরা হবে।'

২৬৯ পঠিত ... ১৫:০৩, মে ১৮, ২০২১

Top