ফিফার পাশাপাশি বাংলাদেশি বার্সা ফ্যানদের কাছেও অনুমতি চাইলেন মেসি

২৯৫ পঠিত ... ১৩:৪৬, আগস্ট ২৭, ২০২০

বার্সার জন্য মেসির মুখে কেবল একটাই গান- আমায় ডেকো না, ফেরানো যাবে না। তাই ডাকাডাকির রিস্ক এড়াতে ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেছেন কোনো ঝামেলা ছাড়াই যেন দ্রুত ক্লাব ছাড়ার বিষয়টা নিষ্পত্তি করা হয়। তবে বার্সা ছাড়ার পথে কোন ধরনের বাঁধাই রাখতে চাচ্ছেন না লিওনেল মেসি। তাই ফিফার পাশাপাশি এবার বাংলাদেশি বার্সা ফ্যানদের কাছেও অনুমতি চাইলেন।

নিজের একটি বাংলাদেশি ফেসবুক আইডি থেকে মেসি কাঁপো কাঁপো হাতে লেখেন, 'একবার বিদায় দে ফ্যান, ম্যান সিটি থেকে ঘুরে আসি।' হাতের কাঁপুনি একটু কমলে তিনি আরও লেখেন, 'বার্সেলোনার নাগরিকরাও আমি বার্সা ছাড়তে চাওয়ায় এত ভেঙে পড়েনি, যতটা আপনারা পড়েছেন। ফিফা, ক্লাব মালিক এরা যাই বলুক, বাংলাদেশি ফ্যানরা অনুমতি না দিলে আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত বার্সায় খেলে যাবো।'

পোস্টের সাথে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া ভঙ্গিতে একটি ছবিও দেন। কমেন্টে বলেন, 'যেতে নাহি দিবে হায়, তবু চলে যেতে হয়, তবু চলে যাই।'

ফিফা অনুমতি না দিলেও হয়তো যেতে পারবো, কিন্তু বাংলাদেশি ফ্যানদের অনুমতি ছাড়া তো একটা বাচ্চা পর্যন্ত নিতে পারি না, এমন আফসোস করে তিনি বলেন, 'বার্সার কট্টর সমর্থকদের বলতে চাই, বার্সা ছাড়লেই সব শেষ হয়ে যাবে না। আমি যে ক্লাবে যাবো সে ক্লাবটির কট্টর সমর্থক হওয়ার সুযোগ আছে। সেই ক্লাব ভালো নাকি জুভেন্টাস ভালো এই নিয়ে তর্ক করারও সুযোগ আছে। হতাশ হবেন না।'

বাংলাদেশি ফ্যানদের উদ্দেশে কঠিন সময়ে চাপ নিতে না পারার কথা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, 'আপনারা প্লিজ আমার গায়ের চামড়া তুলে নিতে চাইবেন না। আমায় দয়া করুন। প্লিজ আমার ফাঁসি চেয়ে বসবেন না। পরে বেশি মন খারাপ হলে আবার অবসর নিয়ে নেবো।'

অবশ্য বাংলাদেশি বার্সা ফ্যানদের বড় অংশই মেসিকে অভয় দিয়েছে। এমন এক ফ্যান গ্রুপ মেসির প্রতি সম্মান প্রদর্শন পূর্বক নিজেদের গ্রুপের নাম 'FCBFGB' থেকে বদলে 'Decision Pending' রেখে দিয়েছে। মেসির সাথে এই বিশাল সংখ্যক ফ্যান গ্রুপও দল পরিবর্তন করবেন বলে ভূয়া একটি খবর পাওয়া গেছে।

২৯৫ পঠিত ... ১৩:৪৬, আগস্ট ২৭, ২০২০

Top