করোনা এমনি এমনি গেলে হবে না, আগে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে: জনৈক এইচএসসি পরিক্ষার্থী

৯০৬ পঠিত ... ১৬:১৩, আগস্ট ২০, ২০২০

দেশের আনাচেকানাচে দীর্ঘদীন ধরে রব উঠেছে, করোনা এমনি এমনি চলে যাবে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও দিয়েছেন এমন বক্তব্য। তবে করোনাকে এমনি এমনি চলে যেতে দেওয়ার সিদ্ধান্ত কোনভাবেই মানতে পারছে না এইচএসসি পরীক্ষার্থীরা। করোনাকে ক্ষমা চাওয়ার শর্ত জুড়ে দিয়ে জনৈক এইচএসসি পরীক্ষার্থী বলেন, করোনা এমনি এমনি চলে গেলে হবে না, যাওয়ার আগে আমাদের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে।

জীবনের সব স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়েছে করোনা, এমন দাবি তুলে এই এইচএসসি পরীক্ষার্থী বলেন, 'পরীক্ষায় ফেল করার সকল প্রস্তুতি আমার ছিলো। স্বপ্ন ছিলো ফেল করেই বিয়ে, এরপর বাচ্চাকাচ্চা, ঘর সংসার। কিন্তু এই করোনার জন্য পরীক্ষাই হলো না। এদিকে বাড়তি সময় পেয়ে বাপ-মার চাপে পড়ালেখা করতে হয়েছে। এখন যদি আমি পাশ করে ফেলি আর আমার স্বপ্ন ভেঙ্গে যায়, এই দায় কে নিবে? ক্ষমা চাওয়া ছাড়া করোনাকে ছাড়ছি না।'

রিকশা চালাতে চালাতে এই শিক্ষার্থীর বয়ফ্রেন্ড বলেন, 'ও ফেল করবে, এরপর ওর বাপে আমার লগে বিয়ে দিবে। সেজন্যই ফেব্রুয়ারি থেকে রিকশা চালাই। ভাবছিলাম এপ্রিলে এই সংগ্রাম শেষ হবে। করোনার কারণে হইতে পারলো কই! এখন আমার স্বপ্নও চলে না, চলে না প্যাডেলও।'

এই পর্যায়ে আমাদের প্রতিবেদক রিকশাওয়ালাকে মিরপুর যাবেন কিনা জিজ্ঞেস করলে তিনি 'যামু না' বলে দ্রুত প্যাডেল মেরে চলে যান।

পরীক্ষার এক মাস আগে থেকে ধুমায়ে পড়ে পাশ করার ধান্দায় থাকা এক ব্যাকবেঞ্চার বলেন, 'এই করোনার জন্য টানা ৬ মাস ধরে লাস্ট মাসের পড়া পড়তেছি। ওকে আমি মাফ করবো না। মাফ চাওয়া চাওয়ি নাই, নিজ দায়িত্বে পরীক্ষা বাতিল করে তারপর ও যেখানে ইচ্ছা সেখানে যাবে।'

মাফ চাওয়া ছাড়া করোনার চলে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ফেসবুক মোটিভেশন সেলিব্রেটিরাও। এমনই একজন বলেন, 'পরীক্ষার আগের দিনের মোটিভেশন স্ট্যাটাস, ফেল করাদের মোটিভেশন, সুইসাইডের খবরে কী পোস্ট করবো, পাশ করাদের কী পরামর্শ দিবো, সবই প্রস্তুত করে রাখছিলাম। করোনা যাইতে ভ্যাকসিন না লাগুক, আমার লাইক, কমেন্ট, শেয়ারের ক্ষতিপূরণ দিয়া তারপর যাবে।'

পত্রিকার পরামর্শ কলামে পরামর্শ দেয়া মিস হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রথমরাও হতাশ। পরামর্শ দেয়ার জন্য আবারো প্রথম বর্ষে থেকে যাওয়া লাগবে, এমন আফসোস করে একজন বলেন, 'একটা আর্টিকেল লিখে জমাও দিয়ে দিয়েছিলাম পত্রিকায়। কবে ছাপা হবে জানি না। করোনার উচিত চলে যাওয়ার আগে এসব ক্ষতিপূরণ দিয়ে যাওয়া।'

৯০৬ পঠিত ... ১৬:১৩, আগস্ট ২০, ২০২০

Top