দেড় বছর পর ফিরে এসেছে শিশুদের পেটে ব্যথা রোগ

৪৯১ পঠিত ... ১৬:৩০, সেপ্টেম্বর ১৩, ২০২১

PETE BETHA

দীর্ঘ দেড় বছর শিশুদের পেটে ব্যথা রোগ ছিলো না বাংলাদেশে। হুট করে গতকাল থেকে আবারো দেশের বিভিন্ন অঞ্চলে এই রোগ দেখা দিয়েছে৷ জানা যায়, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে শিশুদের মাঝে এই রোগের প্রকোপ লক্ষ্য করা গেছে৷

ছোটবেলায় পেটে ব্যথার অজুহাতে নিয়মিত স্কুল কামাই করতে করতে গবেষক হয়ে যাওয়া এক গবেষক বলছেন, এখন থেকে নিয়মিতই শিশুদের মাঝে এই রোগ লক্ষ্য করা যাবে৷ তবে বিশেষ কোন অসুখ না হলে বেশিরভাগ ক্ষেত্রে সকাল ১০টার পর পেটে ব্যথায় আক্রান্ত শিশুদের হাঁটতে, গেম খেলতে ও সোফায় লাফালাফি করতেও দেখা যেতে পারে।

এ বিষয়ে অভিভাবকদের নিয়ে সচেতনতা বিষয়ক একটি সেমিনারের আয়োজন করতে গেলে সেখানে কেউ উপস্থিত হননি৷ একজন একটি বেত দেখিয়ে বলেন, 'সেমিনারে যাইয়া কী করুম, এই রোগ সম্পর্কে তো আমরা জানি! ঔষধও রেডি আছে। এক ডোজই যথেস্টও। খাওয়াইতেও হয় না, দেখাইলেই চলে।'

এদিকে এই গবেষণাপত্রটি নাকোচ করে দিয়েছে শিশু শিক্ষার্থীরা৷ গবেষককে সেকেলে, ব্যাকডেটেড ও আনস্মার্ট উল্লেখ করে এক শিক্ষার্থী বলে, 'আমরা অত বোকা না, পেটে ব্যথার চেয়ে এই সময়ে দুইটা কাশি বেশি কাজের ও সবদিক থেকে যথেষ্ট সেইফ৷'

৪৯১ পঠিত ... ১৬:৩০, সেপ্টেম্বর ১৩, ২০২১

Top