ব্যালন ডি'অর বন্ধ হলেও ঘরে ঘরে চালু থাকছে মায়েদের বেলন ডি'অর

৬৪৭ পঠিত ... ১৫:৫৩, জুলাই ২২, ২০২০

করোনাভাইরাসের কারণে ফুটবল ক্যালেন্ডারে ছন্দপতন ঘটায় ফ্রান্স ফুটবল এবার ব্যালন ডি'অর না দেয়ার ঘোষণা দিয়েছে। তবে ব্যালন ডি'অর বন্ধ থাকলেও ঘরে ঘরে মায়েদের বেলন ডি-অর বন্ধ থাকছে না। সেরা ফাঁকিবাজ, দুষ্টু, অবাধ্যকে মায়েদের পক্ষ থেকে প্রতিদিনই দেয়া হচ্ছে একাধিক বেলন ডি'অর।

 

মায়েরা জানাচ্ছেন, করোনাভাইরাসের কারণে বেলন ডি'অর দেয়ার ব্যস্ততাও নাকি বেড়ে গেছে। বেলন হাতে মারমুখী ভঙ্গিতে এমনই এক মা বলেন, 'এদের পারফর্মেন্স তো ভয়ানক লেভেলের উর্ধ্বমুখী। দিনে ৫-৬ বার বেলন ডি'অর দিতে হচ্ছে। স্কুলের বেলন ডি'অরের দায়িত্বও এখন আমার কাঁধে। বেশ ব্যস্ত আছি!

যেকোন সময় বেলন ডি'অর পেয়ে যেতে পারে এমন আতঙ্কে আমাদের প্রতিনিধি সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি।

তবে অনলাইনে মেসি, রোনালদো, নেইমারের মায়েদের সাথে কথা বললে, তারাও বাংলাদেশের মায়েদের উদ্ভাবিত বেলন ডি'অর পুরস্কারের প্রশংসা করেন। এমনকি নিজ ছেলেদের হাতের কাছে পেলে বেলন ডি'অর দেয়ার আশাবাদও ব্যক্ত করেন।

মেসির মা আমাদের জানান, 'এই পোলার সারাটা দিন শুধু খেলা আর খেলা! ঘরে থাকে না এক মুহূর্তও। বই কবে ধরছে ভুলে গেছে। কত করে বললাম, ইংরেজিটা শিখতে! শিখলো না। যেখানে সেখানে ফরাসি ভাষায় কথা বলে। ভাবিদের কাছে আমার মান সম্মান থাকছে না আর। আসুক আজকে বাড়িতে, বেলন রেডি আছে।'

নেইমারের মাও নেইমারকে দিতে চান বেলন ডি'অর। তিনি বলেন, 'এক রত্তি একটা শরীর। মোটামোটা পোলাগোর লগে খেলে, আর খালি পইড়া যায়। কোমর ভাইঙ্গা একবার আমারে কী টেনশনটাই না দিছিলো। এখনো টিভিতে পইড়া যাইতে দেখলে আমার কলিজাটা ছ্যাত কইরা উঠে। ওর খেলাধুলা সব বন্ধ। খেলার কথা কইলেই বেলন ডি'অর দিয়া বাড়ি দেবো, এরপর বাসার ফ্লোরে গড়াগড়ি খাক।

রোনালদোর মা ক্ষেপছেন অন্য কারণে। রোনালদোর খেলা নিয়ে তাঁর কোন সমস্যা নেই। তিনি বলেন, 'পোলায় খেলে খেলুক। কিন্তু বিয়েটা করুক। একটা মাইয়ার লগে নাকি এখানে সেখানে ওরে দেখা যায়। বাচ্চাকাচ্চাও সাথে দেখি। আত্মীয়স্বজনরা নানান ধরণের কথা কয়। এমনিই পর্তুগালের মানুষজন ভালো না। আমার আর ভাল্লাগে না। আমার জন্য একটা ভালো শক্ত বেলন পাঠাইয়েন তো!'

৬৪৭ পঠিত ... ১৫:৫৩, জুলাই ২২, ২০২০

Top