মানিকগঞ্জ স্টেডিয়াম প্রকল্পের কর্মকর্তাদের বিশেষ সম্মাননা দিচ্ছে ট্রাভেলার্স অফ বাংলাদেশ

৫০৯ পঠিত ... ১৮:৩৬, জুলাই ১৮, ২০২০

মানিকগঞ্জের স্টেডিয়াম নির্মানের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ৭০ লাখ টাকাই রাখা হয়েছে প্রকল্প কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের জন্য। এই টাকায় ২০ কর্মকর্তা অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ভ্রমণ করবে।

প্রকল্পের বেশিরভাগ বাজেট ভ্রমণের জন্য রাখার ব্যাপারটিই মুগ্ধ করেছে বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের সবচেয়ে বড় কমিউনিটি ট্রাভেলার্স অফ বাংলাদেশকে (টিওবি)। ভ্রমণের প্রতি কর্মকর্তাদের এমন আগ্রহের জন্য প্রকল্প সংশ্লিষ্ট ২০ কর্মকর্তাকে সৈয়দ মুজতবা আলী, ইবনে বতুতা ও সুনীল সম্মাননা পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিওবি।

If traveling was free, no one would see me ever again, এমনটা উল্লেখ করে টিওবির অ্যাডমিন এক ফেক আইডি থেকে আমাদের বলেন, 'তারা অভিজ্ঞতা অর্জনের জন্য ঘুরতে ঘুরতে হারিয়ে যাক। তাদেরকে দেখার আর কোন দরকার নাই। বরং তারা হারিয়ে গেলেই বাংলাদেশের জন্য মঙ্গল।'

টিওবির দেয়া এই সম্মাননা গ্রহণ করার সিদ্ধান্তের কথা জানান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তাদেরকে পদক দেয়ার পাশাপাশি তাদের বউ বাচ্চাদেরও পদক দেয়ার অনুরোধ করে তারা বলে, 'আমরা তো একা ঘুরবো না, বউ-বাচ্চাও সাথে যাবে। তাদেরকে একটা করে পদক দিলে বাসার আলমারিটা পূর্ণতা পায়।'

অ্যাশেজটা দেখে আসার ইচ্ছা আছে, এমনটা জানিয়ে এক কর্মকর্তা বলেন, 'ডন ব্র্যাডম্যান জাদুঘরটা দেখার খুব শখ। অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুও দেখার ইচ্ছা আছে।'

সাহিত্যিক জন স্টাইনবেকের একটি উদ্ধৃতি দিয়ে এক কর্মকর্তা বলেন, 'মানুষ ভ্রমণকে গ্রহণ করে না, ভ্রমণই সঠিক মানুষকে খুঁজে নেয়।'

এমন সম্মাননা দেয়ার জন্য টিওবিকে ধন্যবাদ দিয়ে বিদেশ ভ্রমণের সমালোচনাকারীদের উদ্দেশে প্রকল্প কর্মকর্তারা বলে, 'বিদেশ তো আর এমনি এমনি যাই না। স্টেডিয়াম দেখার পাশাপাশি খেলাধুলার অভিজ্ঞতাও নিবো আমরা। এরপর মান সম্পন্ন খেলোয়াড় না পেলে নিজেরাই মাঠে নেমে যেতে পারবো! হাহাহা! কী বলেন? একদম এক ঢিলে পুরা চিড়িয়াখানা মেরে ফেলার মতো!'

ভ্রমণে জ্ঞান বাড়ে-এমনটা উল্লেখ করে এক কর্মকর্তা বলেন, 'জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাওয়ার কথাও বলা আছে শাস্ত্রে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পাশাপাশি তাই চীন দেশ ভ্রমণের জন্যও কিছু বাজেট রাখা দরকার।'

এমনটা বলেই তিনি জিহ্বা কামড় দিয়ে বলেন, 'না না! এখন চীন যাওয়া যাইবো না। জ্ঞানার্জন করোনা গেলে করবো।'

৫০৯ পঠিত ... ১৮:৩৬, জুলাই ১৮, ২০২০

Top