যে ৭ উপায়ে লোডশেডিং সমস্যার সমাধান করা যায়

৮৭৫ পঠিত ... ১৬:০৪, অক্টোবর ১২, ২০২২

লোডশেডিং জনজীবনে মারাত্মক বীপর্যয় এনে দিয়েছে। সমস্যার মোকাবেলা করতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। সবার এই দুঃখের কথা চিন্তা করে বাজারে নিয়ে আসা হয়েছে এ থেকে বাঁচার কিছু অভিনব পদ্ধতি। আসুন দেখে নিই কী।

10ti shomadhan

১#

সবার আগে উচ্চপদস্থ সরকারি লোক ধরে ধরে বিশেষ সফরে বিদেশে পাঠাতে হবে। টিম বানিয়ে ইউরোপ-আমেরিকার কোন দেশে পিকনিকের ব্যবস্থা করে পাঠানো গেলে সমস্যা দ্রুত সমাধান হবে।

 

২#

সরকারি কেনাকাটায় খরচ আগের চেয়ে কয়েকগুণ বাড়াতে হবে। তবেই কমে আসবে লোডশেডিং। দাম যত বেশি লোডশেডিং তত কম।

 

৩#

বিদেশে টাকা পাচারের বিষয়ের দিকে আরও বেশি করে মনোযোগ বাড়াতে হবে। পাচারকারীরা যেন নির্বিঘ্নে, নিশ্চিন্তে আরও বেশি বেশি করে বিদেশে টাকা পাচার করতে পারে সে দিকে খেয়াল করলেই কিন্তু লোডশেডিং আর থাকে না।

 

৪#

ঘুষের টাকাও যদি কিপটামির সাথে দেয়া নেয়া হয় তাহলে এই দেশে লোডশেডিং হবে না তো কোন দেশে হবে? ঘুষের টাকার পরিমাণ বাড়াতে হবে, মন খুলে ঘুষ দিতে হবে।

 

৫#

লোডশেডিং সিকিউরিটি অ্যাক্ট নামক একটা আইন জারি করতে হবে অবশ্যই। এই আইনের কাজ হবে, যে বা যারাই লোডশেডিং নিয়ে কথাবার্তা বলছে তাদের ধরে ধরে নিয়ে যাওয়া। ফলে দেশে লোডশেডিং নিয়ে কোন আলোচনাও থাকবে না। আলোচনা নেই মানে বলা যাবে, লোডশেডিংও নেই।

 

৬#

কুমড়ো কিংবা বাদামের তেলের মত অতি দ্রুত কারেন্টেরও কিছু বিকল্প খুঁজে বের করা দরকার। জোনাকি পোকা কিংবা পাছায় কারেন্টওয়ালা মানুষদেরকে বিদ্যুতের বিকল্প হিসেবে দাঁড় করাতে পারলে সমস্যার সমাধান হয়ে যাবে।

 

৭#

কুইক রেন্ডালের মত করে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে কুইক কুপি বাতি রেন্টাল বা কুইক হারিক্যান রেন্টাল প্রজেক্ট চালু করা যেতে পারে। একবার কুইক কুপি বাতি মার্কেট পেয়ে গেলে জনগন ভুলেই যাবে আগে তারা বিদ্যুতের আলো দিয়ে চলতো।

৮৭৫ পঠিত ... ১৬:০৪, অক্টোবর ১২, ২০২২

Top