বাংলাদেশে মোমবাতি ও হাতপাখার ব্যবসা শুরু করছেন ইলন মাস্ক

৩১৫ পঠিত ... ১৬:১৯, অক্টোবর ১২, ২০২২

elon musk bebsha thumb

ইলেক্ট্রিক গ্যাজেট বানানোতেই এতদিন বিখ্যাত ছিলেন ইলন মাস্ক। তবে এই প্রথম ইলেক্ট্রিক গ্যাজেট বাদ দিয়ে মঙ্গল থেকে আনা মোমবাতি ও হাতপাখার ব্যবসা চালু করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের বাজারকে লক্ষ করেই এমন ব্যবসা বলে জানিয়েছেন মাস্ক।

তিনি বলেন, ‘বাংলাদেশে যেভাবে লোডশেডিং শুরু হয়েছে, মোমবাতি ও হাতপাখার বাজার এখানে সবচেয়ে ভালো। অনেককেই দেখেছি এখানে মোমবাতির ব্যবসা করে কোটিপতি হয়েছেন। কে ছাড়ে এই সুযোগ।‘

এই সময়ে লোডশেডিং এর মাধ্যমে এমন ব্যবসার সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদও দেন মাস্ক।

টেসলার নিয়ে আসা এই মোমবাতি ও হাতপাখা ইলেক্ট্রিক হবে কিনা? জানতে চাইলে একটা অট্টহাসি দিয়ে মাস্ক বলেন, ‘যেই দেশে কারেন্টই থাকে না সে দেশে কারেন্টের মোমবাতি আর হাতপাখা দিয়ে করবেনটা কী মিয়া! পাছায় লাগাবেন?’

এদিকে এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের এক কাল্পনিক মন্ত্রী। সমালোচনা না করে সরকারের এই ধরনের সফলতাও দেখা উচিত-এমনটা জানিয়ে তিনি বলেন, ‘লোডশেডিং এর তো ভালো দিকও আছে! এই যে এত বড় ব্যবসায়ী আমাদের দেশে ইনভেস্ট করতেছে! কেন? আমাদের লোডশেডিং এর কারণেই তো! এইসব তো আপনারা চোখে দেখেন না।‘

৩১৫ পঠিত ... ১৬:১৯, অক্টোবর ১২, ২০২২

Top