দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানবিক দিক বিবেচনায় ঘুষে ২০% ডিসকাউন্টের ঘোষণা

১৪৭ পঠিত ... ১৭:১৩, জানুয়ারি ২৮, ২০২৩

দ্রব্যমূল্য-বৃদ্ধির-কারণে-মানবিক-দিক-বিবেচনায়-ঘুষে-২০%-ডিসকাউন্টের-ঘোষণা

দ্রব্যমূল্য বৃদ্ধি যেন দেশের নিয়মিত ঘটনা হয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে কিছু না কিছুর দাম। ব্যয় বেড়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রার। জনসাধারণের এই কঠিন সময়ে মানবতার হাত প্রসারিত করলেন বাংলাদেশ ঘুষখোর সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (বাঘুসোওঅ)। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানবিক দিক বিবেচনা করে যেকোন ধরণের ঘুষে ২০% ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে তারা।

আজ এক কাল্পনিক সভায় বাঘুসোওঅ-এর সভাপতি ঘুষখোরদের উদ্দেশ্য করে বলেন, ‘এই দুঃসময়ে আমরা মানুষের পাশে না দাঁড়ালে আর কারা দাঁড়াবে? সেজন্য মানবিক দিক বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। ঘুষখোর হিসেবে সমাজের প্রতি আমাদের এই নৈতিক দায়িত্ব তো আমাদেরকে পালন করতে হবে।‘

জানা গেছে, ২০% ডিসকাউন্টের জন্য আলাদা টোকেন সিস্টেমের ব্যবস্থাও করেছে বাংলাদেশের ঘুষখোরদের এই সংগঠনটি। ফাইলের গুরুত্ব বিবেচনায় মাত্র ৫০০ থেকে ৫০০০০ টাকা ঘুষ প্রদান করার মধ্যেই ২০% ডিসকাউন্টের এই টোকেন সংগ্রহ করা যাবে।

১৪৭ পঠিত ... ১৭:১৩, জানুয়ারি ২৮, ২০২৩

Top