বর্ণবাদের অভিযোগ তুলে সাদাতালিকা ভুক্তি চান কালোতালিকাভুক্ত ঋণখেলাপিরা

১৪৮ পঠিত ... ২২:২৯, জুন ০৬, ২০২০

আমেরিকান বর্ণবাদ নিয়ে বিক্ষোভের কিছুটা আঁচ লাগলো বাংলাদেশেও। এবার বর্ণবাদের অভিযোগ তুললেন, কালোতালিকাভুক্ত বাংলাদেশি ঋণখেলাপিরা। কালোতালিকার মতো বর্ণবাদি তালিকায় থাকার পরিবর্তে তারা থাকলে চান 'সাদাতালিকা' নামক কোন তালিকায়।

বাংলাদেশি মানুষ এবং প্রশাসনের কিছু বর্ণবাদী আচরণের উদাহরণ টেনে 'ব্ল্যাক মানি ম্যাটার্স' আন্দোলনের পথিকৃত, দেশের অন্যতম কালোতালিকা ভুক্ত ঋণখেলাপি সালমান এম মোক্তাধির বলেন, 'কালোবাজারি, কালোতালিকা, কালো টাকা এইসব শব্দের অহরহ ব্যবহার বাংলাদেশের মানুষের স্পষ্ট বর্ণবাদী আচরণ। এমনকি বাংলাদেশ প্রশাসন, মিডিয়া সবাই এই শব্দগুলো দেদারসে ব্যবহার করে।' একটা দেশের জনগণ থেকে শুরু করে প্রশাসন, মিডিয়া সবাই কীভাবে এমন বর্ণবাদী হতে পারে তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন এই বিশিষ্ট ঋণখেলাপি।

নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করে তিনি আরো বলেন, 'ঋণখেলাপি বলে কি আমরা মানুষ না? আমাদের মান-অপমানবোধ নাই? কালোতালিকা ভুক্ত কেন করতে হবে? সাদাতালিকা বা লালতালিকাভুক্ত কি করা যায় না? আমরা তো একটু রঙিন জীবনযাপন করতেই ঋণখেলাপি করি, তাও আমাদের সাথে এমন বর্ণহীন বর্ণবাদী আচরণ কেন?'

এ পর্যায়ে বর্ণবাদী আচরণের প্রতিবাদে সিলেট থেকে আনা সাতরঙের চা খান সালমান। খেতে খেতে এমন বর্ণবাদী আচরণ থেকে মুক্তি পেতে ঋণখেলাপির কিছু কালো টাকা জায়গা মতো ঢেলে দেয়ার বিষয়েও আশা ব্যাক্ত করেন।

জর্জ ফ্লয়েডকে অত্যাচার করে মৃত্যুর মুখে পতিত করা ওই পুলিশ অফিসারের প্রশংসা করে তিনি বলেন, 'ওই পুলিশ অফিসারকে ধন্যবাদ। তিনি এমন কাজ না করলে আমেরিকাতে আন্দোলন হতো না, আর আমেরিকাতে আন্দোলন না হলে বাংলাদেশের মানুষের এমন বর্ণবাদী চেহারাও আমরা ফাঁস করতে পারতাম না।'

আমেরিকায় চলমান বিক্ষোভে বাংলাদেশি কালো তালিকাভুক্ত ঋণখেলাপিরা কাকে সমর্থন দিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'সাদাতালিকা ভুক্তির জন্য আমাদের এই আন্দোলন, ট্রাম্প লোকটাও সাদা, আবার ব্যবসায়ীও। আমাদের সকল ধরণের সমর্থণ অবশ্যই সাদা ও ট্রাম্পের প্রতি থাকবে।'

১৪৮ পঠিত ... ২২:২৯, জুন ০৬, ২০২০

Top