আন্টিদের রেজাল্টের খোঁজ নেয়ার সুবিধার্থে আসছে নতুন অ্যাপ 'এ+ ফাইন্ডার'

৩০১ পঠিত ... ১৫:৪০, মে ৩১, ২০২০

এসএসসি রেজাল্ট এলো এই করোনার সময়ে। ফলে লকডাউন বা লোকলজ্জার ভয়ে বাসায় বাসায় গিয়ে রেজাল্টের খবর নিতে পারছেন না এলাকার ছেলেমেয়েদের রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন আন্টিরা। এই সময়ে মোবাইল নেটওয়ার্কের উপর প্রবল চাপ থাকায় ফোনেও ঠিকমতো খবর নেয়া যাচ্ছে না। আন্টিদের এমন নানাবিধ সমস্যা বিবেচনায়, আন্টিদের রেজাল্টের খোঁজ খবর নেয়ার কাজ আরও বেগবান করতে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আসছে নতুন অ্যাপ 'এ+ ফাইন্ডার'।

বলাবাহুল্য, এটি একটি মোবাইল অ্যাপ। রেজাল্ট দেয়ার সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে থাকা রেজাল্টের সব ডাটা যুক্ত থাকবে এই অ্যাপে। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর নাম, এলাকা, বাসা, ফ্লোর এমনকি শিক্ষার্থীর মায়ের নাম, আগে এসএসসি দেয়া বাসার অন্য ভাইবোনদের রেজাল্টসহ যাবতীয় সব তথ্য দেয়া থাকবে। তবে এতসব তথ্যের মাঝেও প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পাওয়া যাব সহজেই। খোঁজ নেয়া আন্টিদের সুবিধার্থে মায়ের নামের পাশে বাধ্যতামূলক 'ভাবী' উপাধি থাকবে, যেমন- তিন নম্বর বাসার সুলতানা ভাবী, ছয় তলার আক্কাস ভাবী মানে আক্কাস ভাইয়ের ওয়াইফ ইত্যাদি।

অ্যাপে ফ্যামিলি মেম্বারও অ্যাড করা যাবে। অ্যাড করা যাবে পাশের বাসার ভাবীদেরও। অ্যাডের প্রায়োরিটি অনুযায়ী অ্যাপ রেজাল্ট শো করবে। কাকে আগে ফোন দেয়া উচিত, লকডাউন এড়িয়ে কার বাসায় সহজেই যাওয়া যায়; কার রেজাল্টের সাথে নিজের সন্তানের রেজাল্টের তুলনা করলে আত্মতৃপ্তি বেশি পাওয়া যাবে, কারো এ+ মিস করার পেছনের কারণ হিসেবে কোনদিনের কোন ঘটনাকে সামনে আনা যাবে; আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এমন নানাবিধ সাজেশন দেয়া থাকবে অ্যাপে। লোকেশনের উপর ভিত্তি করে 'ভাবীজ নিয়ার বাই ইউ' অপশনের মাধ্যমে আশেপাশের রেজাল্ট পাওয়া ভাবীদের ট্রেসও করা যাবে। ইনভাইট করা যাবে রেজাল্ট সংক্রান্ত আড্ডাতেও। ভিডিও কলের মাধ্যমে পছন্দের ভাবীর সাথে গসিপ ও আড্ডার অপশন থাকবে 'এ+ ফাইন্ডার' অ্যাপেই।

তবে, এ+ ফাইন্ডার অ্যাপের ঘোষণায় আন্টি সমাজে খুব একটা উচ্ছ্বাস দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে এক আন্টি বলেন, 'এ+ ফাইন্ডার দিয়া আমাদের কাজ নাই। আমরা খুঁজি কে এ+ পায় নাই ওইটা। এই অ্যাপ দিয়ে এ প্লাস কে কে পাইছে সেটা দেখে এরপর বুঝে নিতে হয় যে কে এ প্লাস পায় নাই। ডাবল পরিশ্রম। এ প্লাস কারা পায় নাই, কোনো অ্যাপে সরাসরি সেটা দেখাইলে কাজে লাগতো।'

পরবর্তী আপডেটে 'লুক হু মিসড এ প্লাস' অপশন যোগ করার দাবি জানানোর পাশাপাশি এ+ ফাইন্ডার অ্যাপ বানানোর আইডিয়া যার মাথায় আসছে তার এ+ নিয়েও সন্দেহ প্রকাশ করেন আন্টিরা।

৩০১ পঠিত ... ১৫:৪০, মে ৩১, ২০২০

Top