এসএসসির রেজাল্টে এ প্লাসের হার ৮০% বাড়িয়ে দেয়ার অনুরোধ পরীক্ষার্থীদের

২৩৩ পঠিত ... ২১:৪৮, মে ৩০, ২০২০

আগামীকাল এসএসসি পরীক্ষার রেজাল্টকে সামনে রেখে দেশের মেধাবীর সংখ্যা সমৃদ্ধকরণে এ-প্লাসের সংখ্যা ৮০% বাড়িয়ে দেয়ার অনুরোধ করলো এসএসসি ফলাফল প্রত্যাশিরা। আগামীকাল ফলাফল প্রকাশের আগেই শিক্ষাবোর্ডের কাছে স্মারকলিপি পেশ করবে বলে জানায় তারা।

ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে ভিকারুন্নেসার এক ছাত্রী বলেন, ৮০% এ-প্লাস বাড়িয়ে দিলে দুপক্ষেরই লাভ। আমাদেরও, শিক্ষাবোর্ডেরও। এক লাফে এ-প্লাসের সংখ্যা কয়েক লাখ বেড়ে যাবে। এতে সরকার রেজাল্টের বাম্পারফলনও দেখাতে পারবে। দেশের শিক্ষা ব্যবস্থা চলে যাবে অনন্য উচ্চতায়। হয়তো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসেবেও মানবে উন্নত বিশ্ব।

এ-প্লাস বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত অবদান রাখবে পাশের বাসার আন্টিদের দুশ্চিন্তা কমাতেও। অনাকাঙ্ক্ষিত আত্মহত্যা ঠেকাতে সরকারের এই এক সিদ্ধান্ত একই সাথে মোটিভেশনাল স্পিকারদের পরিশ্রমও কমিয়ে দিবে। বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি। মিষ্টি বিক্রি থেকে শুরু করে এ-প্লাসের সাথে প্রতিজ্ঞাবদ্ধ থাকা অনেক গিফটের বিক্রিও বাড়বে সমানতালে। করোনাকালীন অর্থনৈতিক ধ্বস ঠেকাতে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পরামর্শ দেন অর্থনীতি পরীক্ষা একটু খারাপ হওয়া এক শিক্ষার্থী।

সরকারের কাছে এই এ-প্লাস গুলো নিজেদের প্রাপ্য দাবি করে হলিক্রসের এক শিক্ষার্থী বলেন, করোনাকালীন সময়ে করোনা নিয়ে চিন্তা করতে করতে রেজাল্ট নিয়ে চিন্তা করার সময় পাইনি আমরা। নতুবা চিন্তা করেই আমরা এ-প্লাস নিয়ে আসতাম।

২৩৩ পঠিত ... ২১:৪৮, মে ৩০, ২০২০

Top