বাতিল হতে পারে শনিবারের সরকারি ছুটি, বেসরকারি চাকুরিজীবীরা বললেন 'ফার্স্ট টাইম?'

২২৯২ পঠিত ... ২২:০৬, মে ১৪, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে টানা লকডাউনের কারণে সরকারি-বেসরকারি সবরকম কাজকর্মই কমবেশি ঝুলে আছে। দীর্ঘ এই ছুটির ক্ষতি পুষিয়ে নিতে সরকারি চাকুরীজীবীদের শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার কথা ভাবছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

এমন খবরে সরকারি চাকুরীজীবীদের মন কিছুটা শোকসন্তপ্ত হলেও, এই খবরে মনের খুশি খুশি ভাব লুকোতে পারছেন না বেসরকারি চাকুরিজীবীরা। বিখ্যাত 'ফার্স্ট টাইম' মিমের আদলে বেসরকারি চাকুরিজীবীরা যে যার অবস্থান থেকে নিজেদের সরকারি চাকুরিজীবী বন্ধু-আত্মীয়দের উদ্দেশ্যে 'আয় তব সহচরী, হাতে হাত ধরি ধরি' টাইপ হাসি ও আহবান জানিয়ে যাচ্ছেন।

মুখের কোনায় ঝুলতে থাকা এক চিলতে হাসি সলজ্জে লুকাতে লুকাতে এক প্রাইভেট সেক্টরের চাকুরে বলেন, 'ছুটি সপ্তাহে একদিন থাকে, আমরা তো এভাবেই অভ্যস্ত। মাঝেমধ্যে পরিচিত অনেকেরই শনিবার ছুটি থাকার ব্যাপারটা মেনে নিতে পারতাম না। শনিবার কেন ছুটি থাকবে, ছুটি থাকবে শুধু শুক্রবার! মনে হচ্ছে, করোনার জন্য যেন এক রকম সরকারি-বেসরকারি সমঅধিকার প্রতিষ্ঠিত হলো!'

বিসিএস ক্যাডার পাত্রের কাছে নিজের প্রেমিকা হারানো একজন বিসিএস ফেল বেসরকারি চাকুরীজীবী দুই হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলেন, 'ব্রেকাপের পর এই প্রথম খুশিতে কাঁদলাম। প্রতি উইকেন্ডে ট্যুর দেয়ার আশায় আমাকে ছেড়েছিলো সে! করোনা যেভাবে বাড়তেছে, শুক্রবার ছুটিও বাতিল হতে পারে। আমাদের আর কি, ওয়ার্কিং ফ্রম হোম...'

তবে সরকারি চাকুরীজীবীদের সবাই যে এই বিষয়ে কষ্ট পাচ্ছেন এমনটা না। কেউ কেউ বেশ খুশিও হয়েছেন। এমনই এক ঘুষখোর সরকারী চাকুরীজীবী বলেন, 'একদিন অফিস বেশি হলে ভালোই হবে। বেশি বেশি অফিস, বেশি বেশি ফাইল ছাঁটাই, বেশি বেশি উপরি কামাই।' অগ্রিম ধন্যবাদ দিয়ে সরকারকে এমন সিদ্ধান্তে দ্রুত পৌঁছানোর আহবানের পাশাপাশি পারলে শুক্রবারের ছুটিও বাতিল করার আহ্বান জানান।

২২৯২ পঠিত ... ২২:০৬, মে ১৪, ২০২০

Top