যৌন হয়রানি রোধে অফিসের পুরুষকর্মীদের জন্য আসছে 'অ্যান্টি হ্যারাসমেন্ট ভ্যাকসিন'

৩৫৮ পঠিত ... ১৯:২৮, আগস্ট ০১, ২০২১

anti harass vax

বাংলাদেশসহ সারা বিশ্বেই কর্মক্ষেত্রে পুরুষ কলিগ ও বসদের নানান রকম হ্যারাসমেন্টের শিকান হন নারীরা। জটিল এই সমস্যাটির এতদিন কোনো সমাধান না পাওয়া গেলেও সম্প্রতি 'অ্যান্টি হ্যারাসমেন্ট' নামের একটি ভ্যাকসিন বাজারে এসেছে। জানা যায়, কোন পুরুষ যদি এই ভ্যাকসিনটি গ্রহণ করেন তাহলে তার ফিজিক্যাল ও ভার্বাল হয়রানি থেকে অফিসের নারীকর্মীরা মুক্ত থাকতে পারবে।

এ বিষয়ে ভ্যাকসিনটি তৈরির সাথে যুক্ত এক গবেষকের সাথে কথা বলে জানা যায়, 'দীর্ঘদিন যাবত আমরা এই সমস্যা সমাধানের জন্য কাজ করছি। নারী কর্মীরা অফিসে হয়রানির শিকার হলে অনেক ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়া তো দূরের কথা, অভিযোগ করারই সুযোগ থাকে না। অভিযোগ করা হলেও তা আমলে নেয় না অনেক পুরুষ শাসিত অফিসের কর্তৃপক্ষ। অভিযোগ প্রসঙ্গে অনেককেই বলতে শোনা যায়- মেয়েদের তো এইসব কথা টুকটাক শুনতে হবেই! অতঃপর আর কোনো উপায় না দেখে ভ্যাকসিন আবিষ্কারের পথ বেছে নিয়েছি।'

ভ্যাকসিন বের হওয়ার খবরে বিভিন্ন অফিসের পুরুষ কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নিজের অতীত কৃতকর্মের জন্য কোনো অজ্ঞাত ভাইরাসকে দায়ী করার সুযোগ পাচ্ছেন, কেউ কেউ ভ্যাকসিন না নেওয়ার পক্ষেও যুক্তিও দিচ্ছেন। অনেক পুরুষ কর্মীকে অবশ্য আনন্দিতও মনে হয়েছে। এমনই একজন বলেন, 'অনেক চেষ্টা করি নারী কলিগদের হ্যারাস না করার, কিন্তু কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। ভ্যাকসিন না থাকলে নিজের এই বাজে চরিত্র নিয়ে কীভাবে যে টিকে থাকতাম! খুবই নিশ্চিন্ত বোধ করছি।'

ভ্যাকসিন কবে নিবেন আমাদের এমন প্রশ্নে একজন কর্মী বলেন, 'ভ্যাকসিন কেন নিবো! পুরুষতন্ত্রের এই ভাইরাস আমাদের পারিবারিক ঐতিহ্য। এই আমার বাপ দাদা চৌদ্দগুষ্ঠীর কোনো পুরুষ কখনো ভ্যাকসিন নেয়নি, আমিও নেবো না।'

মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নারী কর্মীদের মাঝেও। অনেকেই তীব্র উল্লাস প্রকাশ করলেও হতাশ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এমনই এক হতাশ চাকরিজীবী নারী বলেন, 'পুরুষতন্ত্রের ভাইরাস এমন জিনিস, দেখবেন উল্টো ভ্যাকসিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। তার চেয়ে বরং অফিসে পুরুষ কলিগদের হাজারটা বাজে কথা যেন কান দিয়ে না ঢোকে, বসের আপত্তিকর আচরণ যেন আমাদের চোখে না পড়ে এমন কোনো ভ্যাকসিন বানায়ে আমাদের দেন, সেটাও ভালো।'

৩৫৮ পঠিত ... ১৯:২৮, আগস্ট ০১, ২০২১

Top