চাকরিতে ঢুকার আগে যে কথাগুলো একদমই বিশ্বাস করবেন না

৪৯৮ পঠিত ... ১৬:৩৭, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

চাকরিতে-ঢুকার-আগে-যে-কথাগুলো-একদমই-বিশ্বাস-করবেন-না

আপনি কি মানুষকে অল্পতেই বিশ্বাস করেন? নাকি মানুষকে অবিশ্বাস করা আপনার ডিকশনারিতে নেই? আপনি যেমনই হন না কেন, চাকরিতে ঢুকার আগে এই কথাগুলো ভুলেও বিশ্বাস করতে যাবেন না। তাহলে বাকি জীবন কেঁদেই কাটাতে হবে!

 

১#

এখানে আপনার কোনো অসুবিধা হবে না, আমরা সবাই একদম ফ্যামিলির মতো। যাকে যখন যা ইচ্ছা বলতে পারবেন, যেকোনো কাজ করাতে পারবেন।

 

২#

আমাদের অফিসের বস তো একদম ফ্রেন্ডলি। দেখবেন একটু পর পর আপনার সাথে এসে বিভিন্ন মজার মজার আলাপ করছে। কাজের আলাপ একদমই করে না।

 

৩#

আপনার মনে হচ্ছে বেতন কম, কিন্তু এখানে ঢুকলে যে আপনি কতকিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনি ভাবতেই পারছেন না।

 

৪#

অফিসে ঢুকার সময় বের হওয়ার সময় নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনার কাজ শেষ হবে আপনি চলে যাবেন, কাউকে জিজ্ঞেসও করা লাগবে না।

 

৫#

আপনার যেকোনো সমস্যায় আমরা আপনাকে ছুটি দেব। ছুটি দেয়া নিয়ে আমাদের এখানে একদমই সমস্যা ফেইস করতে হবে না।

 

৬#

কাজ ঠিকমতো করতে পারলে দেখবেন এক বছর কী! একমাস পরপরই বেতন বাড়বে। আমরা সময়ের দিকে তাকাই না আমরা কাজের দিকে তাকাই।

 

৭#

এখানে একবার ঢুকলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। দেখবেন লাইফ একদম সেট! আপনার লাইফ সেটের দায়িত্ব এরপর থেকে আমাদের।

 

৮#

এখানে কেউ কারোর উপর নজরদারী করে না দেখবেন। আপনার কাজ আপনি করবেন আরেকজনের কাজ আরেকজন করবে। কেউ আপনার কাজ নিয়ে কিছু বলবে না!

৪৯৮ পঠিত ... ১৬:৩৭, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

Top