লকডাউনের কারণে মিরপুর থেকে দেখা যাচ্ছে এভারেস্ট, নোয়াখালী থেকে চীনের গ্রেটওয়াল

১৮৩৮ পঠিত ... ২৩:০২, এপ্রিল ০৫, ২০২০

লকডাউনের কারণে রাস্তায় মানুষ নেই, গাড়ি নেই, কলকারখানা-অফিস সব বন্ধ! তাই নেই দূষণও। পর্যটকের চাপ না থাকায় কক্সবাজারে পিংক ডলপিন এসেছে বলে শোনা গেছে, সৈকতে ফুটেছে সাগরলতা ফুল। বিশ্বের নানান দেশেই জীব বৈচিত্রের স্বাভাবিক ধারা ফিরে এসেছে।

তবে সবচেয়ে অদ্ভূত ও কল্পনাতীত ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। লকডাউনের অল্প কয়েকদিনের মধ্যেই দেশের বায়ুদূষণ কমে যাওয়ায় মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বর থেকে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এদিকে নোয়াখালীর জ্যাকব টাওয়ার থেকে দেখা যাচ্ছে চীনের গ্রেটওয়াল।

দেখলেন? স্পষ্ট দেখা যাচ্ছে এভারেস্ট, ওই দেখেন উপ্রে এডমন্ড হিলারি...

ফেসবুক থেকে প্রথমে আমরা উপরের ছবিটি দেখতে পেয়ে ঘটনাটি জানতে পারি। এরপর মিরপুর ১০ নাম্বার থেকে এভারেস্টের প্রথম প্রত্যক্ষদর্শী শেওড়াপাড়ার একজন জানান, '১১ নাম্বার থেকে আর্মির দৌঁড়ানি খেয়ে আসার সময় ১০ নাম্বার ওভারব্রিজের উপরের দিকে ক্লিয়ার পর্বতের মতো কী একটা জানি দেখতে পাই। এলাকায় আইসা কয়েকজনকে জিগাইলে তারাও বলে এমন কিছু একটা তারা দেখতে পেয়েছে। এরপরই আমরা ধারণা করি, এভারেস্টের মতো উচা না হইলে তো মিরপুর থেকে দেখা যাওয়ার কথা না।'

যদিও ভদ্রলোকের কথার বিরোধিতা করে বেশ কিছু অবিশ্বাসী এটাকে মেঘ বলেও দাবি করেছে। কেউ কেউ বলছে, আর্মির দৌঁড়ানি খেয়ে চোখে সর্ষেফুল দেখেছে এই যুবক।

সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে চাইলে আর্মির ভয়ে কেউই (প্রতিবেদক নিজেও!) যেতে রাজি হননি।

এদিকে নোয়াখালীর জ্যাকব টাওয়ার থেকে চীনের গ্রেটওয়াল দেখা যাওয়ার একটা খবর এসে পৌঁছায় আমাদের কাছে। এ বিষয়ে জানতে ঢাকায় অবস্থানরত নোয়াখালীর একজন জানান, 'ঘটনা সত্য। আমাদের খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুফাতো বোনের ছেলে দেখে আমাকে ফোন করে জানিয়েছে। গ্রেটওয়ালের উপর আলেকজান্ডার দ্য গ্রেটকে বসে থাকতে দেখেছে তারা। বিশ্বাস করেন ভাই, আলেকজান্ডার দ্য গ্রেটের চেহারাও স্পষ্ট বোঝা যায়!'

এভাবে আরো কয়েকদিন চলতে থাকলে সিলেট থেকে বিগ বেন, বরিশাল থেকে আইফেল টাওয়ার, চট্টগ্রাম থেকে বুর্জ খলিফা, কুমিল্লা থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাওয়ার সম্ভাবনা আছে বলে দাবি করছেন স্থানীয়রা।

১৮৩৮ পঠিত ... ২৩:০২, এপ্রিল ০৫, ২০২০

Top