বৃষ্টিতে যেসব এলাকায় পানি ওঠে না, তাদের ঢাকা থেকে নির্বাসনের সিদ্ধান্ত

৯৬ পঠিত ... ১৭:২৬, জুন ১২, ২০২৩

বৃষ্টিতে-যেসব

ঢাকা শহরে বৃষ্টি মানেই পানি। গুলিস্তান থেকে গুলশান, মিরপুর থেকে উত্তরা—হাঁটু পানিতে হাঁটতে হয় সবাইকেই। কিন্তু এতোকিছুর মাঝেও কিছু কিছু জায়গা আছে যেখানে যতই বৃষ্টি হোক পানি ওঠে না। ঢাকায় থেকেও পানি উঠবে না—এমন অন্যায় মেনে নেয়া যায় না। সেজন্য দেশের নাগরিক সমাজ নিজেদের একটি ভূয়া বিবৃতিতে জানিয়েছেন, ঢাকায় যেসব এলাকায় পানি উঠবে না তাদেরকে আর রাখা হবে না ঢাকা শহরে। দেয়া হবে নির্বাসন।

 

বিবৃতির ব্যাখ্যা দিতে গিয়ে নাগরিক সমাজের এক প্রতিনিধি বলেন, ‘বৃষ্টির সময় পানি উঠবে না—এটা কোন ধরনের কথা? একটা স্বাধীন দেশে তো এটা মেনে নেয়া যায় না। যাদের পানি নাই, এই শহরে তাদের থাকারও অধিকার নাই।‘

সমঅধিকার নিশ্চিত করতে সরকারের উচিৎ যেখানে পানি ওঠে না সেখানেও পানির ব্যবস্থা করা। এমনটাই জানিয়েছেন নাগরিক সমাজের অন্য এক প্রতিনিধি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সমতা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে যেসব এলাকায় পানি ওঠে না, ওইসব এলাকায়ও পানি তোলার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ঢাকা ওয়াসা থেকে পানি দিয়ে আসবে।‘

ঢাকাবাসীর এমন দাবী মেনে নিয়েছেন সরকারি দলের এক নেতা, নিজের এক ফেক আইডি থেকে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। একটা বিদেশ সফরও রাখতেছি। আশা করছি, এই বিদেশ সফরটা ঠিকঠাক হলেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।‘

৯৬ পঠিত ... ১৭:২৬, জুন ১২, ২০২৩

Top