পুরো গরমের জন্য ফ্ল্যাট ছেড়ে সুইমিংপুলে শিফট করলেন মিরপুরের নোমান

১১৮ পঠিত ... ১৪:৫০, এপ্রিল ১৬, ২০২৩

পুরো-গরমের

গরম নিয়মিত ৪০ ডিগ্রি ছুঁইছুঁই করছে। এই গরমে চরম গোসল হেটাররাও মোটামুটি দিনে দুই-তিনবার করে গোসল করছেন। বারবার গোসলের এই ঝামেলা এড়াতে পুরো গরমকালটাই পানিতে থাকার জন্য নিজের ফ্ল্যাট ছেড়ে সুইমিংপুলে শিফট করেছেন, মিরপুরের নোমান নামের এক বাসিন্দা। এখন তিনি সুইমিংপুলে ডুবে থেকে বাসার এবং অফিসের কাজ দুটোই একসাথে সামলাচ্ছেন।

ঘটনার বিস্তারিত জানতে নোমান ভাইয়ের কাছে গেলে তিনি সুইমিংপুলে ডুবে ডুবে আমাদের বলেন, ‘ভাই গরমের সোদনে আর দাঁড়ানো তো দূরে থাক, বসতেও পারছি না। ঘরের ফ্যানগুলো রীতিমতো হিটারে রুপান্তরিত হয়েছে। ট্যাপের পানি গরম আর বারবার গোসল করাটাও ভেজাল। তাই একটু চালাকম্যান হয়ে গেলাম। এখন বেশ আরামে আছি, আশা করছি পুরো গরমটা এখানেই কাটিয়ে দিতে পারবো।‘

নোমান ভাইয়ের এক বন্ধু আমাদের বলেন, ‘এইসব গরম ফরম কিছু না। আসলে ডুবে ডুবে পানি খাওয়ার জন্য এমনটা করেছে ও।‘

তবে নোমান ভাইয়ের কাজ দেখে আরও অনেকেই গরমকালের জন্য সুইমিংপুল বুক করা শুরু করলে দেখা যাচ্ছে, সুইমিংপুলগুলোতে জায়গা পাওয়া যাচ্ছে না।

১১৮ পঠিত ... ১৪:৫০, এপ্রিল ১৬, ২০২৩

Top