রিকশার বাম্পার ফলন : রিকশা-টেম্পু চাষেও বাংলাদেশ পুলিশের অভূতপূর্ব সাফল্য

১১২৪ পঠিত ... ২০:৪৪, জানুয়ারি ২৬, ২০২০

সেই বাতাবি লেবুর বাম্পার ফলনের পর থেকেই কৃষিখাতে করুন অবস্থা। হচ্ছে না ভালো ফলন, হলেও মিলছে না ন্যায্য দাম। এমতাবস্থায় চাষীদেরকে আশার আলো দেখিয়েছে নারায়ণগঞ্জ জেলার কাচপুর উপজেলার পুলিশ। কাচপুর পুলিশ ফাঁড়ির পাশেই আবাদী জমিতে চাষ হচ্ছে রিকশা, টেম্পু, গাড়ি। জমি থেকে অর্ধগজিয়ে উঠা বাহারি ডিজাইনের এসব যানবাহন তৈরি করেছে এক অপরূপ দৃশ্যের।

ছবি: ডেইলি স্টার

এর আগে বাইক চাষেও অনবদ্য সাফল্য দেখিয়েছে বাংলাদেশ পুলিশ। সেই ধারাবাহিকতায় এবার দেখা গেলো রিকশা চাষে এই বৈপ্লবিক সফলতা। রিকশার ক্ষেতের পাশাপাশি টেম্পু এবং গাড়ির বাগানও রীতিমতো মনোমুগ্ধকর!

কীভাবে চাষ করা হয় এসব যানবাহন, একটি পরিপূর্ণ রিকশা গজিয়ে উঠতে ঠিক কতোদিন সময় লাগে, কোথায় পাওয়া যায় এসব যানবাহনের বীজ... এক রিকশাচাষী পুলিশকে এসব প্রশ্ন জিজ্ঞাসা করতেই তিনি eআরকির প্রতিবেদককে ধমকে উঠে বলেন, 'খেয়ে-টেয়ে এসেছেন নাকি? উঠেন, ভ্যানে উঠেন।' পরে সাংবাদিক পরিচয় দিয়ে বেঁচে রেন তিনি। তবে নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ জানান, 'এইসব রিকশা উপর থেকে মাটিতে গেড়ে বসে, মাটি থেকে গজায় না।'


তবে বিনয়ী পুলিশ ভাইরা যা-ই বলুক, জনমনে এ নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যানবাহন-চাষের বাম্পার ফলনে ও কৃষককে চাষে উদ্ভুদ্ধ করতে 'চাষ করতে পারি, রিকশা টেম্পু গাড়ি' স্লোগানে এক আনন্দ মিছিলের আয়োজন করে নারায়ণগঞ্জ কৃষকলীগ। কৃষকলীগের সভাপতি জমির চান্দা জানান, 'বাতাবি লেবুর দিন শেষ, রিকশা চাষের বাংলাদেশ'।

অপরপক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে নারায়ণগঞ্জ যানবাহন লীগের কাছ থেকে। বিশ্ব যানবাহন লীগের সভাপতি তামিম উসমান জানান, 'কারে চাষবাস শেখান? আমারে? আরে আমি তো অনেক ছোটবেলার চাষী রে ভাই।' এ সময় জনতা 'চাষ হবে, চাষ হবে' স্লোগানে উত্তেজিত হয়ে পড়লে পালিয়ে আসতে বাধ্য হন eআরকি প্রতিবেদকরা।

 

আরও পড়ুন:

বাইক চাষে বাংলাদেশ পুলিশের অভাবনীয় সাফল্য, সামনে লক্ষ্য রিকশা-সাইকেল চাষ

১১২৪ পঠিত ... ২০:৪৪, জানুয়ারি ২৬, ২০২০

Top