মশা মারার র‍্যাকেট দিয়ে এডিস মশা নিধনে ঢাকা আসছেন রজার ফেদেরার

৩১৮ পঠিত ... ২০:০৪, জুলাই ২১, ২০১৯

রজার ফেদেরার। টেনিসের মতো কঠিন খেলায় দুই দশক ধরে রাজত্ব করছেন এই মহাতারকা। রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়, র‍্যাকেট হাতে তার এই জাদু তিনি মানুষের উপকারেও কাজে লাগাতে চান। ডেঙ্গু যখন প্রায় মহামারীর পর্যায়ে চলে যাচ্ছে, তখন ঢাকা শহরের মশা নিধনে অচিরেই মশা মারার র‍্যাকেট নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন এই টেনিস তারকা। 

নিজের 'ভবিষ্যৎ পরিকল্পনা' বিষয়ক এক সঙবাদ সম্মেলনে রজার ফেদেরার এসব কথা বলেন। মশা মারার র‍্যাকেট হাতে নিয়ে তিনি বলেন, 'টেনিসের র‍্যাকেট দিয়ে অনেক শিরোপা জিতেছি। এবার আমি মশা মেরে মানুষের মন জিততে চাই।' 

মন জিততে মশা কেন মারবেন, এমন প্রশ্নে ফেদেরার হেসে বলেন, 'আমি খেয়াল করেছি, বাংলাদেশের মানুষ টেনিসের চেয়েও মশা নিয়ে বেশি চিন্তিত। আমি মনে করি টেনিস খেলে আমি যতদূর জনপ্রিয় হয়েছি, বাংলাদেশে মশা নিধন করতে পারলে সেই জনপ্রিয়তাকে ভিন্ন লেভেলে নেয়া সম্ভব।'

এই পর্যায়ে তিনি অফ দ্য রেকর্ড রাখার শর্তে বলেন, 'একবার কাজটা করতে পারলে নাদাল-জোকোভিচকে বলবো, পারলে মশা মেরে দেখাও।'

টেনিসের দক্ষতা মশার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে ফেদেরার মুচকি হেসে বলেন, 'অস্ত্র জমা দেয়া যায়। ট্রেনিং কিন্তু জমা দেয়া যায় না ভায়া। প্রতিটা মশা আমার কাছে এখন থেকে টেনিস বল। কোর্ট এখন আর কোন ম্যাটার করে না। ফ্রেঞ্চ ওপেনে আমি শিরোপা একটা হলেও তো জিতেছি, নাকি?' 

এ সময় তিনি পটপট করে দুইটা মশা মেরে দেখান। বোঝা গেলো, চল্লিশ ছুঁইছুঁই বয়সেও মশা মারার র‍্যাকেট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই সুইস সেনসেশন। 

সম্প্রতি আগের মতো গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারা নিয়ে কিছুটা আক্ষেপ এবং সামনের দিন নিয়ে দৃঢ় প্রত্যয় প্রকাশ পেল তার কণ্ঠে , 'অনেক তো ওপেন খেলা হইলো। এইবার একটু ক্লোজ খেলা হবে। মারবো ফার্মগেটে লাশ পড়বে মগবাজারে।' বলেই তিনি মশা মারার র‍্যাকেট হাতে নিয়ে সিরিয়াস মুডে ঘোরাতে শুরু করেন। দেখে মনে হচ্ছিল, উইম্বলডনের ফাইনাল হারের ক্ষোভটা এখনো যায়নি।

এদিকে ফেদেরার এর এই ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন ঢাকার নগরপিতারা। সিটি কর্পোরেশনের এক উঁচুস্তরের কর্মকর্তা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, 'ফেদেরার এখনো দুর্দান্ত খেলছে। বয়সের সঙ্গে তার খেলা যেন হয়েছে আরও পরিণত। এই পরিণত দক্ষতাটাই কাজে লাগিয়ে এডিস মশা নির্মূল করা হবে। আই ওয়েলকাম হিম। আমার মনে হয়, এই মুহুর্তে ফেদেরার ছাড়া কারও পক্ষে শহরকে মশামুক্ত করা সম্ভব না, হ্যামিলিনের মত বাঁশিওয়ালা দিয়েও কাজ হবে না।'

ক্যারিয়ারের বিদায় বেলায় এসে এই ধরনের সেবামূলক কাজ ফেদেরার বেশ উপভোগ করবেন, এমনটাই মনে করেন দুই সিটি কর্পোরেশনের কর্তাব্যক্তিরা। 

৩১৮ পঠিত ... ২০:০৪, জুলাই ২১, ২০১৯

Top