একুশে পদক চান ক্লিকবেইট জার্নালিস্ট কিলিক মাহমুদ

৩৪২ পঠিত ... ১৫:২০, ফেব্রুয়ারি ০৮, ২০২৫

16

বাংলাদেশের সংবাদ জগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন দেশের স্বনামধন্য (?) ক্লিকবেইট সাংবাদিক কিলিক মাহমুদ। পাঠকদের সস্তা উত্তেজনা, বিভ্রান্তিকর শিরোনাম ও অতিরঞ্জিত তথ্য পরিবেশন করে ভাইরাল হওয়া এই সাংবাদিক এবার একুশে পদকের দাবিতে মাঠে নেমেছেন।

নিজের দাবির পক্ষে তিনি বলেন, যে দেশে ব্যাকরণ ভুল করে গান গাইলেও জাতীয় পুরস্কার পাওয়া যায়, সে দেশে একটা ভালো ক্লিকবেইট শিরোনামের মূল্য কেউ দেবে না, তা তো হতে পারে না!

একটি স্বনামধন্য (!) অনলাইন পোর্টালে 'বিস্ময়! মাত্র ১ মিনিটেই বদলে যাবে আপনার জীবনের পদধ্বনি’! শিরোনামে রিপোর্ট লিখে আলোচনায় আসেন কিলিক মাহমুদ। যদিও ভেতরের খবর ছিল, সময়কে মূল্য দিন, তাহলেই জীবন বদলাবে। ততক্ষণে পাঠকরা রিপোর্টে ৩৭ বার স্ক্রল করে তাদের ব্রেইনের পুকিমারা খেয়ে গিয়েছেন।

তবে কিলিক মাহমুদ মনে করেন, একজন শিল্পীর কাজ পাঠকদের আনন্দ দেওয়া। আমি সেটাই করি, একটু ধোঁকা দিয়ে হলেও!

এ বছর একুশে পদকের তালিকায় নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এই সাংবাদিক। তিনি বলেন, প্রেস ক্লাবে কারা বসে থাকে, আমি জানি! যারা বছরের পর বছর এক লাইন ক্লিকবেইট লিখেনি, তাদের কীসের সাংবাদিকতা?

তিনি আরও জানান, প্রতি মাসে আমার নিউজের হিট কয়েক লাখ! সরকারের উচিত এটাই বিবেচনায় নেওয়া। আসলে আমার মতো প্রতিভাবানদের দমিয়ে রাখার ষড়যন্ত্র চলছে!

এদিকে, কিলিক মাহমুদের একুশে পদকের দাবিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে ধ্বংসের এই মহানায়ক অবশ্যই পুরস্কারের যোগ্য!

অন্যদিকে, অনেকে মনে করছেন, এই পদক পেলে আমাদের আর কিছু বলার থাকবে না!

এ নিয়ে আলোচনার ঝড় বইছে ফেসবুকে। তবে এই রিপোর্টের নিচে মন্তব্য করতে চাইলে আপনাকে প্রথমে 'এটি পড়ে কেঁদে ফেললেন নেটিজেনরা' শিরোনামের আরেকটি নিউজ পড়তে হবে!

৩৪২ পঠিত ... ১৫:২০, ফেব্রুয়ারি ০৮, ২০২৫

Top