মেসি থেকে জন সিনা; ৯৬তম অস্কারের যত মজার ঘটনা

১৯১ পঠিত ... ১০:৪০, মার্চ ১৪, ২০২৪

431358947_1448278189454952_8876122894365628282_n

সিনেমাপ্রেমী হোন কিংবা না হোন, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কে বা কোন সিনেমা পেলো এ-ই নিয়ে টুকটাক খোঁজ খবর মোটামুটি সবাই রাখে। সম্প্রতি ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নিয়ে নেটদুনিয়ায় পড়েছে হৈচৈ। তবে গতবারের মতো ক্রিস রক বনাম উইল স্মিথ কোনো বিতর্ক তৈরি না হলেও ঘটেছে নানা মজার কাহিনী।

১. মেসির উপস্থিতি!

৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে হলিউড তারকাদের মাঝে হাজির হয়েছিলো ‘মেসি’! ‘অ্যানাটমি অফ আ ফল’ সিনেমার চারপেয়ে তারকা ‘মেসি’ এখন রীতিমতো সুপারস্টার। বেস্ট রাইটিং (অরিজিনাল স্ক্রিনপ্লে)-এ পুরস্কার পাওয়া ‘আনাটমি অফ আ ফল’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সারমেয় মেসি। আর সেই সিনেমাতেই তার চরিত্র দর্শকদের মন জয় করেছিল। এবার চারপায়ে অস্কারের লাল গালিচাতেও পৌঁছে গিয়েছে সে। মেসির ঝুলিতে রয়েছে পাম ডগ অ্যাওয়ার্ডের মতো সম্মানও। আর সুপারস্টার সারমেয়র মুকুটেই জুড়ল ‘বেস্ট অ্যানিম্যাল পারফরম্যান্স অফ দ্য ইয়ার’-এর খেতাব!

২. টোয়াইলাইট’ ছাড়া হতো না ‘ওপেনহাইমার’

‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনকে নিয়ে ‘টেনেট’ ছবিটি পরিচালনার পরেই পারমাণবিক বোমার আবিষ্কারক জে. রবার্ট ওপেনহাইমারের বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নেন ক্রিস্টোফার নোলান। তবে কেনো ওপেনহাইমারকেই বেছে নিলেন নোলান? এর পেছনের কাহিনীও কিন্তু বেশ মজার। ‘টেনেট’-এর দৃশ্যধারণ শেষে নোলানকে ওপেনহাইমারের বক্তৃতার সংকলন উপহার দেন রবার্ট প্যাটিনসন। পরে সেগুলো পড়ার পর চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হন নোলান। সেক্ষেত্রে প্যাটিনসনের কাছে দর্শকেরা ঋনী থাকতেই পারেন!

৩. ৭৬ বছর পর

'দ্য হোল্ডওভারস'-এর মাধ্যমে অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে ৭৬ বছর পর মনোনীত হলো বড়দিনের প্রেক্ষাপটে নির্মিত ছবি। সর্বশেষ ১৯৪৮ সালে 'মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট' মনোনয়ন পায়। এর আগের বছর অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয় বড়দিনের পটভূমিতে সাজানো “ইট'স অ্যা ওয়ান্ডারফুল লাইফ”...

৪. অভিজাত ক্লাবের হাতছানি

অস্কারের ইতিহাসে ৩৫ বছর বয়সে দু’বার করে সেরা অভিনেত্রী বিভাগে জিতেছেন সাত জন। তারা হলেন– মেরিল স্ট্রিপ, জোডি ফস্টার, এলিজাবেথ টেলর, বেটি ডেভিস, লুইস রায়নার, অলিভিয়া ডে হাভিল্যান্ড ও হিলারি সোয়াঙ্ক। অভিজাত এই তালিকায় আট নম্বরে নাম লিখিয়েছেন ‘পুয়োর থিংস’ তারকা এমা স্টোন। ২০১৭ সালে ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য প্রথমবার অস্কার জেতেন তিনি। ৩৫ বছর বয়সে দু’বার করে অস্কারজয়ের কৃতিত্ব অর্জন করতে পারেননি কোনও অভিনেতা!

৫. নগ্ন জন সিনা!

সবার পরনে কালো স্যুট। সিনে দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কারের আসর বলে কথা। সেই জাঁকালো জলসায় এক তারকা হাজির হলেন পুরো নগ্ন হয়ে! পরনে বিন্দুমাত্র কাপড় নেই। তিনি আর যেই-সেই তারকা নয়, রেসলিং দুনিয়ার সুপারস্টার জন সিনা। সেরা কস্টিউম ডিজাইন পুরস্কার পর্ব। তখনই মঞ্চে আসেন জন সিনা, একেবারে নগ্ন হয়ে। তবে লজ্জা নিবারণ করেছেন একটি কাগজের টুকরো দিয়ে। যেখানে লেখা, ‘কস্টিউম ডিজাইন’। মঞ্চে এসে জন সিনা বলেন, ‘পোশাক, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।’এরপরই মঞ্চের আলো নিভিয়ে দেওয়া হয়। আর সঞ্চালক জিমি কিমেলের সহায়তায় পোশাক পরে নেন জন সিনা। এরপর জন ঘোষণা করেন, সেরা কস্টিউম ডিজাইনে বিজয়ী হয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি! (তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন)

১৯১ পঠিত ... ১০:৪০, মার্চ ১৪, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top