বেইলী রোডে বৃষ্টিতে না ভিজেই ডেটিং করে প্রেম টিকিয়ে রাখার ১০টি উপায়

২২৬৮ পঠিত ... ১৪:১৮, নভেম্বর ১০, ২০১৯

সম্প্রতি বেইলী রোডের একটি 'সঙ্গীতানুষ্ঠানে' তাহসান ভাই গেয়েছেন, 'একদিন এই বেইলী রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই। বাট আই ডোন্ট কেয়ার...'! বুকের একেবারে গভীর থেকে উঠে আসা তাহসান ভাইজানের এই কষ্টের কথাগুলো খুব ঘুরছে-ফিরছে মানুষের মুখে মুখে। বেইলী রোডের প্রেম, বেইলী রোডে বৃষ্টি সবকিছু নিয়েই চলছে গবেষণা। তবে ভাইয়ের গানে একটা জিনিস কিন্তু পরিষ্কার, বেইলী রোডে বৃষ্টিতে ভিজে প্রেম/ডেটিং করলে প্রেম টেকার সম্ভাবনা কম। তাহলে উপায়?

এত চিন্তা করবেন না। বেইলী রোডে বৃষ্টিতে না ভিজেও ডেটিং করা যায়। জেনে নিন প্রেম টিকিয়ে রাখতে বৃষ্টিতে না ভিজেই বেইলী রোডে ডেটিং করার ১০টি পদ্ধতি!

 

১# ডেটিং যাওয়ার আগে একজোড়া রেইনকোট কিনে নিন। এরপর রেইনকোট পরে সবদিক থেকে নিরাপদ ডেটিং করুন।

২# ঢাকার রিকশাওয়ালা মামারা বৃষ্টির সময় পর্দা রাখে। বেইলী রোডের রিক্সাওয়ালা মামারাও রাখে। মামার কাছ থেকে পর্দা চেয়ে নিন। বৃষ্টি ও দৃষ্টি দুইটা থেকেই বাঁচবেন ;) !

৩# বৃষ্টিতে ভিজলেই যখন ঝামেলা, বৃষ্টির দিনে বেইলী রোডে যাবেনই বা ক্যান! মৌচাক-মালিবাগের দিকে যান। বেইলী রোডের প্রেম শুকনো মৌসুমের জন্য তুলে রাখুন।

৪# বেইলী রোডে আচমকা ব্রেকাপের থুক্কু বৃষ্টির খপ্পরে পড়ে গেলে একটু এগিয়ে শান্তিনগর চলে যান। এরপর শান্তিতে প্রেম করেন। অথবা বিজয়নগর গিয়ে আরো ভালোভাবে একে অন্যের মন জয় করে নিন।

৫# বেইলী রোডের মোড়ে মোড়ে প্রচুর খাবারের দোকান আছে। বৃষ্টি চলে আসলে যে কোন একটাতে ঢুকে যান। তবে সাবধান, খাবেন না। খেলে হয়তো বৃষ্টি থামার পর আর রিকশা ভাড়া দিতে পারবেন না...

৬# রিকশাতে ভিজলে ব্রেকাপ হওয়ার সম্ভাবনা আছে। সিএনজিতে হয়তো তেমন নাই। সিএনজিতে ঘুরুন। প্রেমের জন্য ফ্রেমও পাবেন, ব্রেকাপের হাত থেকেও বাঁচবেন...

৭# বেইলী রোডে বৃষ্টির খপ্পরে পড়ে গেলে মৌচাক অথবা মগবাজার ফ্লাইওভারের নিচে আশ্রয় নিন। ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা নাই। বড় জোর ফ্লাইওভারের ওয়াটারফল-এ ভিজতে পারেন।

৮# বেইলী রোডে ডেটিংয়ে যাওয়ার আগে বাসা থেকেই ভিজে জুবুথুবু হয়ে যান। তাহলে বৃষ্টিতে ভেজার কোন রিস্ক থাকবে না। কারণ আপনারা আগেই ভিজা।

৯# যদি ফাইনালি বৃষ্টিতে ভিজেই যান, তাহলে দ্রুত দুজন আলাদা হয়ে যান। আলাদা ভিজুন। একসাথে ভিজলে ব্রেকাপ হইতে পারে, আলাদা ভিজলে মেবি ব্রেকাপ হবে না।

১০# বেইলী রোডের নাম পরিবর্তন করে লাভলী রোড রাখার দাবি তোলেন। দাবি কার্যকর হইলে লাভলী রোডে ভিজুন। লাভলী রোডে ভিজলে ব্রেকাপ হবে না।

বোনাস: যদি আসলেই ব্রেকাপ করে ফেলার চিন্তা থাকে, তাহলে এই পোস্ট না পড়ে বেইলী রোড যান। এই বছরে আর বৃষ্টি পাবেন না!

২২৬৮ পঠিত ... ১৪:১৮, নভেম্বর ১০, ২০১৯

Top