এক কেজি সমান এক লাখ টাকা হলে, ঘুষের অঙ্কগুলো যেমন হতে পারে

৭৯২ পঠিত ... ১৬:৩৯, সেপ্টেম্বর ২৪, ২০১৮

সরকারি একটি নজরদারি সংস্থা থেকে পাওয়া তিতাসের কর্মকর্তাদের মোবাইল ফোনের খুদে বার্তা, ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিজ্ঞতা এবং প্রথম আলোর অনুসন্ধানে এক তুমুল 'উদ্ভাবনী' লেনদেন ও ঘুষ-দুর্নীতির চিত্র উঠে আসে। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলোচিত এই ‘কেজি মেপে’ ঘুষ লেনদেনের ঘটনা সম্প্রতি (২৫ সেপ্টেম্বর ২০১৯) প্রমাণিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে। তাই মামলার সিদ্ধান্ত হয়েছে তিতাসের সাবেক এমডিসহ চারজনের বিরুদ্ধে।

তিতাস গ্যাসের 'কেজি কেজি' দুর্নীতি নিয়ে ছাপা হওয়া প্রথম আলোর রিপোর্ট

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তার ঘুষ লেনদেনের সাংকেতিক ভাষা- এক কেজি মানে এক লাখ টাকা। গাজীপুর, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জ অঞ্চলে এই ঘুষ খাওয়ার জন্য তিতাসের কর্মকর্তারা একে অপরের সঙ্গে এই সাংকেতিক শব্দ ব্যবহার করেছেন। (সূত্র: প্রথম আলো)

সুদের অঙ্ক আমাদের ছোটবেলায় করতেই হয়েছে, পরিমাপের অঙ্কও কম করতে হয়নি। ঘুষের একক যদি কেজি হতো, এবং এক কেজি সমান যদি হতো এক লাখ টাকা, তাহলে সুদের অঙ্কের মতো ঘুষ পরিমাপ সংক্রান্ত অংকগুলো কেমন হতে পারে, চলুন ভেবে ফেলা যাক!

১# তিতাস গ্যাস কোম্পানিতে একটু নতুন গ্যাস লাইনের জন্য মোখলেস ২৫ কেজি ঘুষ দিলো। সেই ঘুষের ৫৩% ম্যানেজিং ডিরেক্টর, ২১% আঞ্চলিক ম্যানেজারকে এবং বাকি ভাগ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ভাগ হয়ে যায়। অন্যান্য কর্মকর্তাদের প্রত্যেকে কত লাখ টাকা ঘুষ পেয়েছিলেন?

২# এক কেজি ঘুষের দাম এক লাখ টাকা হলে, ০.০৩ গ্রাম ঘুষের দাম কত?

৩# মফিজ তিতাস গ্যাসে এক টন ঘুষ দেয়ার এক সপ্তাহের মধ্যে তিতাসের ম্যানেজিং ডিরেক্টর আরো ১৫০% ঘুষ দাবি করলো। মফিজ আরো ১ টন ঘুষ দিয়ে কাজটি উদ্ধার করলে, ম্যানেজিং ডিরেক্টরের ঘুষের সহনীয় মাত্রা কত? (১ টন = ৪০ কেজি)

৪# ৮০ কেজি ঘুষ খাওয়ার পর সাব্বের সাহেবের ব্যাংক অ্যাকাউন্টের মোট টাকা আগের টাকার দ্বিগুণ হলে, সাব্বের সাহেবের পূর্বের ব্যাংক ব্যালেন্স কত?

৫# তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ১৪০ কেজি ঘুষ নিয়ে জমি কেনায় ৩০%, গাড়ি কেনায় ২০%, বিদেশ ভ্রমণে ২০% এবং বাকি টাকা শেয়ার ব্যবসায় বিনিয়োগ করে খরচ করলেন। শেয়ার ব্যবসায় তিনি ২০ লাখ টাকা লাভ করলে, তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?

৬# একটি তৈলাক্ত বাঁশে একজন ভোক্তার এক মিটার উপরে উঠতে ২০ কেজি ঘুষ প্রয়োজন হয়। এক মিটার ওঠার সঙ্গে সঙ্গে তিনি তিন মিটার পিছিয়ে গেলে, পাঁচ মিটার লম্বা বাঁশের চূড়ায় উঠতে তার কত টাকা দেয়া ঘুষ প্রয়োজন হবে?

৭# প্রতি সপ্তাহে তিতাস গ্যাস কোম্পানির এমডি ৪, সিদ্দিক ৩, স্বপন ৬ ও সাব্বের ৫ কেজি ঘুষ খান। প্রত্যেকেই তাদের অর্জিত ঘুষের ৩০% ভাবিদেরকে (নিজ নিজ স্ত্রী) দেন। সাব্বেরের স্ত্রী যদি ৫০ লাখ টাকা পান, তাহলে এক কেজি সমান কত লাখ টাকা?

৮# তিতাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক ব্যবস্থাপক দুইজন মিলে ঘুষ খেতে পারেন ৪৫০ পাউন্ড। বাকি সকল কর্মকর্তা মিলে এই দুইজনের ১০% ঘুষ খেতে পারেন। অফিসে ঘুষখেকো কর্মকর্তা ৫ জন হলে, প্রত্যেকে ঠিক কত টাকা ঘুষ খান? (১ কেজি = ১ লাখ টাকা)

৯# করিম তিতাস গ্যাসে ২৫ কেজি ঘুষ দেয়ার পর প্রতিটি ফাইলের জন্য ৪% হারে সুদ দেন। পাঁচ বছরে মোট তিনটি ফাইল পার হলে, করিম ঘুষের উপর সুদ বাবদ কত টাকা দিয়েছিলেন?

১০# আবুল, কালাম ও আজাদের বার্ষিক ঘুষ দেয়ার ক্ষমতা ২৫ কেজি, ৩৭ কেজি ও ১৭ কেজি। আবুল মোট ক্ষমতার ৮৮%, কালাম মোট ক্ষমতার ৭২% ও আজাদ মোট ক্ষমতার ৯৫% ঘুষ দেন। কে সবচেয়ে বেশি টাকা ঘুষ দিয়েছিলেন?

৭৯২ পঠিত ... ১৬:৩৯, সেপ্টেম্বর ২৪, ২০১৮

Top