বাসে হর্নের বদলে গালির সাউন্ড লাগাতে চান বাস চালক মকবুল

৩১৭ পঠিত ... ১৭:১১, মার্চ ১৭, ২০২৪

431112391_393936126770910_8382831365370346262_n

বাসের হর্ন আমাদের চির-পরিচিত আওয়াজ। রাস্তায় নামলেই শোনা যায়। এই চির পরিচিত প্যাঁ-পোঁ আওয়াজকেই বদলে দিতে চাচ্ছেন বাস চালক মকবুল। হর্নের বদলে গালির সাউন্ড লাগাতে চান তিনি বাসে। এমনকি এটা শুধুমাত্র নিজের বাসেই না, তিনি চাচ্ছেন তার মতো বাকিদের বাসেও এই সুবিধা থাকুক।

এমন ভিন্নরকম চাওয়ার কারণ জানতে চাইলে মকবুল আমাদের বললেন, ‘গালি শোনা তো আমাদের অভ্যাস হয়ে গেছে। মানুষ উঠবে, উঠে ঘণ্টা ধরে বসে থাকবে, আমরা এক জায়গা থেকে এক ইঞ্চি নড়ব না, তারপর আমাদের গালাগালি করবে, আমরাও গালাগালি করব, তারপর এক বাসের পেছনে আরেক বাস লাগায়ে টানব। রমজান মাসে তো মানুষ উঠে গালাগালি করে না। গালাগালি না শুনলে আমরাও বাস টানতে পারি না। গতকাল জিগাতলায় বাস নিয়ে দাঁড়াইছি সকাল ১১টায়, কেউ উঠে গালি দেয় নাই আমিও স্টার্ট দেই নাই। ঘুম থেকে উঠে দেখি মাগরিবের আজান দেয়! পরে ইফতারের পর কয়েকজন উঠে গালাগালি করল তারপর সারাদিন পরে রুজি করলাম।‘

মকবুলের এমন সিদ্ধান্তের কথা নিখিল বাংলা বাস চালকদের জানানো হলে তারাও সহমত পোষণ করলেন। বললেন, দরকারে হর্ন জায়গামতো থাকুক পাশে গালির একটা সুইচ দিয়ে দেয়া হোক।

৩১৭ পঠিত ... ১৭:১১, মার্চ ১৭, ২০২৪

Top