নর্থ-সাউথে ভর্তি হওয়ার জন্য সরীসৃপদের লাইন

২৯৫ পঠিত ... ১৭:৩২, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

426539158_379461684873417_6276828519694122179_n

হুট করেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য লাইন ধরেছেন সরিসৃপ প্রজাতির প্রাণীরা। বিশ্ববিদ্যালয়টির স্প্রিং তথা বসন্তকালীন সেমিস্টারে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের আনাচে-কানাচে থাকা সরিসৃপেরা। এর কারণ উদঘাটন করতে গেলে জানা যায়, নর্থ সাউথ ক্যাম্পাসের কম্পাউন্ডের মেঝের মত মসৃণ এবং নিরাপদ এদেশের বন-জঙ্গলগুলো-ও নয়। এতকাল নিরাপত্তার অভাবে পড়াশোনার দিকে সরিসৃপ প্রজাতি এগোতে না পারলেও আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তাদের চোখ খুলে দিয়েছে। অতি শিঘ্রই পড়াশুনা করে, জ্ঞান লাভ করে হোমো সেপিয়েন্সদের সঙ্গে পাল্লা দেবে সরিসৃপ প্রজাতিও।

তবে নর্থ সাউথের নিরাপত্তা সম্পর্কে সরিসৃপ প্রজাতির এমন বিশ্বাস কী করে এল জানতে চাইলে সরিসৃপ প্রজাতির এক প্রতিনিধি কোবরা সাঁপ বলেন, ‘সম্প্রতি নর্থ সাউথের ফ্ল্যাশমব ভিডিওতে দেখলাম অসংখ্য নৃত্যরত মানুষের মাঝে আঁকাবাঁকা হয়ে এক মানুষ চলে গেছে! যদি এমন রাস্তা মানুষ পার করতে পারে নিরাপদভাবে, তবে আমাদের আর থামাবে কে?’ আরেক গোখরা সাঁপকে বলতে শোনা যায়, ‘মানুষ প্রজাতির কেউ উনিশ-বিশ করলেই তাদের দেখি আমাদের নাম ধরে গালি দেয়। পড়াশোনার সুযোগ পেলে তাদের দেখিয়ে দেবো আসল সাপের নমুনা।’

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সরিসৃপেরা লাইন ধরলেও তাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিতে অস্বীকৃতি জানিয়েছেন এনএসইউ কর্তৃপক্ষ। তবে অনুপ্রাণিত এই সরিসৃপ প্রজাতিকে আটকানো সম্ভব কিনা তা নিয়ে সকলেরই রয়েছে সন্দেহ।

 

২৯৫ পঠিত ... ১৭:৩২, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

Top