ওবায়দুল কাদেরের কাছে হটস্পট চাইলেন মির্জা ফখরুল

২৭৬ পঠিত ... ১৩:০৫, অক্টোবর ২৮, ২০২৩

ওবায়দুল-কাদেরের

ঢাকায় বড় দুইদলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে বিএনপির সমাবেশস্থল নয়াপল্টনে। অপরদিকে আওয়ামীলীগের সমাবেশ স্থলে সচল আছে ইন্টারনেট। (তথ্যসূত্র: প্রথম আলো)।

এভাবে হুট করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইন্টারনেট ব্যবহারের কোন উপায় বের করতে না পেরে শেষমেষ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে মোবাইল হটস্পট চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হটস্পট দিলে ওবায়দুল কাদেরের ছবিতে লাভ রিঅ্যাক্ট দিবেন বলেও জানান বিএনপির প্রথম সারির এই নেতা।

এদিকে হটস্পট চাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ওবায়দুল কাদের। তবে এখানে তার কিছু নেই বলেও জানান সরকারি দলের এই নেতা। মির্জা ফখরুলের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার এখানে কিছু করার নেই। এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় বিষয়। বিটিআরসি হটস্পট না দেয়ার অনুমতি না দিলে আমার আসলেই কিছুই করার নেই।’

প্রকাশ্যে এমন কথা বললেও, গোপনে ওবায়দুল কাদের আমাদের প্রতিনিধির কানে কানে বলেন, ‘হটস্পট দিছিলাম। একজনকে দিলে আরেকজন চায়। ওকে দেয়ার পর আব্বাস, রিভজী পাগলা, গয়েশ্বর সবাই হটস্পট চেয়ে বসেছে। আমার তো এমবিও কম। কখন আবার পুলিশ আমাদের সমাবেশে এসে বলে, আমাদের ইন্টারনেটও বন্ধ! আমি তখন কী করব?’

২৭৬ পঠিত ... ১৩:০৫, অক্টোবর ২৮, ২০২৩

Top