পাসপোর্ট পুড়িয়ে কানাডার ভিসা পেলেন বরিশালের সাইদুল

৪৩০ পঠিত ... ১৬:১৭, মে ৩০, ২০২৩

Passport-puriye

সার্টিফিকেট পুড়িয়ে একজন সুফল পাওয়ার পর এবার নিজের পাসপোর্ট পুড়িয়ে কানাডার ভিসা পেলেন বরিশালের সাইদুল নামের এক যুবক। মূলত সার্টিফিকেটের ঘটনাটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তিনি এই ঝুঁকির কাজটি করেছেন বলে জানা যায়। পাসপোর্ট পোড়ানোর জন্য তিনি নিজের আসল এবং ফেক দুইটি আইডি থেকেই একযোগে লাইভে এসেছিলেন। লাইভ চলাকালীন অবস্থাতেই কানাডিয়ান অ্যাম্বেসি কমেন্টবক্সে এসে তাকে ভিসা দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে।

 

সাইদুল ভাইয়ের কাছে আরও বিস্তারিত জানার জন্য কল করা হলে তিনি আমাদের বলেন, ‘আমি আসলে মাউন্টেন ডিউ খাওয়া লোক। তো আমার ভেতরে ভয়ডর তেমন একটা কাজ করে না। অনেকদিন ধরেই কানাডার ভিসার চেষ্টা করছি, এমনকি প্রেমের টানেও কানাডা থেকে কাউকে নিয়ে আসা যায় কিনা সেটিও বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অবশেষে সেদিন সেই আপার ভিডিও দেখে আর পরবর্তীতে তার চাকরি পাওয়ার খবর শুনে আমার মাথায় বুদ্ধিটা এলো। এই যে দেখেন আমার হাতে এখন কানাডার ভিসা।‘ তবে, 'পাসপোর্ট তো পুড়িয়ে ফেলেছেন, এখন ভিসা লাগাবেন কোথায়?' সেটি জিজ্ঞেস করা হলে সাইদুল ভাই কিছুটা অপ্রস্তুত হয়ে আমাদের প্রতিবেদকের মুখের ওপর লাইনটি কেটে দেন।

অন্যদিকে সাইদুল ভাইকে দেখে অনেকে লাইভে এসে নিজের আইএলটিএস- এর সার্টিফিকেট পোড়াতেও শুরু করেছেন। তবে আইএলটিএস- এর সার্টিফিকেট পুড়িয়ে কেউ ভিসা পেয়েছেন কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।

৪৩০ পঠিত ... ১৬:১৭, মে ৩০, ২০২৩

Top