প্রিন্টে গিয়েছে সমরেশ মজুমদারের ভোটার আইডি কার্ড

১৭০ পঠিত ... ১৬:৫৯, মে ০৯, ২০২৩

প্রিন্টে-গিয়েছে

গত সোমবার কলকাতার এক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন প্রখ্যাত বাংলা সাহিত্যিক সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের মৃত্যুর খবর পরকালে পৌঁছানোর সাথে সাথেই সেখানে বেড়ে যায় কর্মব্যস্ততা। সমরেশ মজুমদারের ভোটার আইডি কার্ড বানানো নিয়ে চলে নানা তোড়জোড়।

অবশেষে অল্প সময়ের মধ্যেই সেই কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। সব আনুষ্ঠানিকতার শেষে আজ সকালে প্রিন্টে গিয়েছে সমরেশ মজুমদারের ভোটার আইডি কার্ড। জানা গেছে, এবার চাইলে শেষকৃত্য শেষ হওয়ার সাথে সাথেই ভোট দিতে পারবেন সমরেশ।

সমরেশ মজুমদারের ভোটার আইডি কার্ড বানানোর দায়িত্বে থাকা পরকালের এক কর্মকর্তা eআরকিকে বলেন, ‘আমরা খুবই চিন্তায় ছিলাম। সমরেশ সাহেব সময় মতো ভোট দিতে যেতে পারবেন কিনা। সামনে কতোগুলো নির্বাচন। কখন আবার ওনার ভোট দেয়ার ডাক পড়ে যায়! এখন আর কোনো চিন্তা নেই। ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে ভোট দিলেও হবে।‘

কাকে ভোট দিতে পারেন সমরেশ? আমাদের এমন এক প্রশ্নে এক আনঅফিশিয়াল নির্বাচন কর্মকর্তা বলেন, ‘কাকে আবার! মৃত মানুষরা যাকে ভোট দেয় তাকে!’ 

ভোটার আইডি কার্ডের খবরে বেশ খুশি দেখা গেছে সমরেশ মজুমদারকে। একটি ফেক আইডি থেকে তিনি বলেন, ‘মৃত্যুর পর ভোট দেয়া ছাড়া তো আমাদের আর কোন কাজও নাই। শান্তিমতো ভোতের দিন ভোটটা দিতে পারলেই শান্তি।‘

১৭০ পঠিত ... ১৬:৫৯, মে ০৯, ২০২৩

Top