ভোটার দিবসে জাতীয় জাদুঘরে বিশেষ ভোট প্রদর্শনী

১৪১ পঠিত ... ১৬:৫৪, মার্চ ০২, ২০২৩

ভোটার-দিবসে-জাতীয়-জাদুঘরে-বিশেষ-ভোট-প্রদর্শনী

আজ জাতীয় ভোটার দিবস। এই দিবসকে সামনে রেখে দেশের জাদুঘরগুলোতে রাত জুড়ে নেয়া হয়েছে নানান আয়োজন। হারিয়ে যাওয়া ভোট সংস্কৃতির ইতিহাস নিয়ে আলোচনার পাশাপাশি ছোটদের জন্য রাখা হয়েছে ভোটের রূপকথার গল্প।

 

জাতীয় জাদুঘর রাত ১২টা থেকে সুবহে সাদিক পর্যন্ত রেখে বিশেষ ভোট প্রদর্শনী। এই প্রদর্শনীতে দেখানো হয়েছে, হাজার বছর আগে মানুষ কীভাবে ভোট দিতো। রাখা হয়েছে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবস্থাও। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে নেয়া যাবে ভোট দেয়ার অভিজ্ঞতাও।

 

এই আয়োজন সম্পর্কে জানাতে গিয়ে আয়োজকদের একজন বলেন, ‘নতুন প্রজন্মকে আমাদের হাজার বছরের সংস্কৃতি ভোটের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। নানান অবহেলায় নতুন প্রজন্মসহ অনেকেই ভোটের কথা ভুলে যেতে বসেছে। আমি নিজেও ভুলে গেছি! একটা গণতান্ত্রিক দেশে তো আসলে এমনটা মেনে নেয়া যায় না। সেজন্যই এই আয়োজন।‘

 

এদিকে অন্য এক খবরে জানা গেছে, ভোটার দিবস পালন করা হয়েছে পরকালেও। কবরবাসীরা গতকাল রাতের উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করেছেন। কবরবাসী ভোটার কমিউনিটির এক সদস্য বলেন, ‘দেশের নির্বাচনে গত কয়েক বছর ধরে আমরা দায়িত্ব পালন করে আসছি। এই দিনটিকে সামনে রেখে আমরা বলতে চাই, একসময় ব্যালটবক্সে সব ভোট থাকবে আমাদের। সেদিন আর বেশি দূরে নয়।‘

 

জানা গেছে, কবরবাসীর এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনারকে আমন্ত্রণ করা হলেও তিনি যেতে রাজি হননি।

 

(eআরকিতে প্রকাশিত কোন লেখা বিশ্বাস করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি ঠিক করছেন তো?)

১৪১ পঠিত ... ১৬:৫৪, মার্চ ০২, ২০২৩

Top