তীব্র প্রতিবাদ জানালেন বাংলাদেশি বসরা

১২৫ পঠিত ... ১৭:২৮, জানুয়ারি ২৪, ২০২৩

তীব্র-প্রতিবাদ-জানালেন-বাংলাদেশি-বসরা

দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ইউরোপের অনেক দেশেই সপ্তাহে মাত্র ৪দিন কাজ হচ্ছে। এতে উৎপাদনশীলতাও বাড়ছে।

তবে এমন খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কর্পোরেট বসরা। এমন খবরকে প্রোপাগাণ্ডা, উদ্দেশ্যোপ্রণোদিত ও মানব সভ্যতার জন্য ক্ষতিকারক বলে আখ্যায়িত করেছেন তারা।

৪ দিনের পরিবর্তে সপ্তাহে ৮ দিন কাজ করার পরামর্শ দিয়ে এক বস eআরকিকে বলেন, ‘৪ দিন কাজ করলে যে যতটুকু উৎপাদনশীলতা বাড়বে, ৮ দিন কাজ করলে তা বাড়বে দ্বিগুণ। এটা তো সহজ ঐকিক নিয়ম। সম্ভব হলে সপ্তাহে ১২ দিন কাজ করা যায় নাকি সেটাও ভেবে দেখা উচিত। তাহলে উৎপাদনশীলতা বাড়বে তিনগুণ।‘

এভাবে কাজ করলে পারসনাল লাইফের কী হবে? আমাদের এমন প্রশ্নে বেশ ক্ষেপে যান আরেক বস। উচ্চস্বরে তিনি বলেন, ‘অফিস মানেই জীবন। জীবন মানেই অফিস। অফিসের সাথে পারসোনাল লাইফ গড়ে তুলুন। কাজকে ভালোবাসুন, কাজের সাথে প্রেম করুন, কাজকে বিয়ে করুন, কাজের সাথে সেক্স করুন এরপর কাজের সাথে বাচ্চা পয়দা করুন। প্রবলেম সলভ।‘

এইসময় এই বসের অধিনস্ত সেমি বসরা সমস্বরে ‘ঠিক ঠিক’বলে উঠেন। একজন কাজের সাথে সেক্স করার উদ্দেশ্যে ল্যাপটপের সামনে গিয়ে বসে পড়েন। 

১২৫ পঠিত ... ১৭:২৮, জানুয়ারি ২৪, ২০২৩

Top