জনৈক বিএনপি কর্মীর গ্যালারিতে পাওয়া গেলো ওবায়দুল কাদেরের সকল ছবি

৪৪১ পঠিত ... ১৮:৩৭, ডিসেম্বর ১১, ২০২২

জনৈক-বিএনপি-কর্মীর-গ্যালারিতে-পাওয়া-গেলো-ওবায়দুল-কাদেরের-সকল-ছবি

গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির সমাবেশ। এদিকে দুই একদিন আগে থেকে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে চেক পোস্ট বসায় পুলিশ। অনেকে অভিযোগ করেন, বাসে উঠে পুলিশ মানুষের ব্যক্তিগত মুঠোফোনেও তল্লাশি চালিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রলীগও নীলক্ষেতে চেক পোস্ট বসিয়ে মানুষের মোবাইল চেক করেছে। পুলিশের তল্লাশি থেকে বাঁচতে অনেকেই তাদের মোবাইলে ডাউনলোড করে নিয়ে এসেছিলেন আওয়ামিলীগের নেতাদের ছবি।

এদিকে একটি ভূয়া সূত্র থেকে জানা গেছে, জনৈক বিএনপি কর্মীর গ্যালারিতে পাওয়া গেছে ওবায়দুল কাদেরের সকল ছবি। ঘটনার আকস্মিকতায় বিস্মিত হয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। এসময় ওই বিএনপি কর্মী ইয়ারফোনে 'জিতবে আবার নৌকা' গানটি শুনছিলেন৷ জেরার মুখে ওই কর্মী বলেন, তিনি মূলত গিনেজ রেকর্ড করার জন্য ছবি ডাউনলোড করছিলেন। এজন্য গিয়েছিলেন ওবায়দুল স্যারের প্রোফাইলে। এরপর নামাতে নামাতে সব ছবি নামিয়ে ফেলেছেন।

নিজেকে ওবায়দুল স্যারের সৈনিক হিসেবে দাবি করে তিনি বলেন, 'আমার ইন্সটাতেও শুধু স্যারের ছবিই আছে।' বলেই তিনি তার ইন্সটা প্রোফাইলে লগ ইন করেন। দেখা যায় যায় তার পাসওয়ার্ড- Obaydul.Kader@Sir

এত ছবি নামাতে কত সময় লেগেছে, এমন প্রশ্নে তিনি দার্শনিক কণ্ঠে বলেন, 'স্যারের প্রতিটা ছবির ক্যাপশন পড়তেই সময় লেগেছে। একেকটা ক্যাপশন যেন একেকটা জীবন বোধ। আমি ক্যাপশনগুলাও নোটে সেইভ করে রেখেছি।'

বাছাইকৃত ছবি নিয়ে তিনি একটি এক্সিবিশন আয়োজন করার ইচ্ছাও পোষণ করেছেন। গ্যালারিতে এত বিপুল সংখ্যক ছবি স্ক্রল করেও দেখে শেষ করতে পারেননি পুলিশ সদস্যরা। এক পর্যায়ে মোবাইল হ্যাং করলে তদন্তে বিঘ্ন ঘটে।

৪৪১ পঠিত ... ১৮:৩৭, ডিসেম্বর ১১, ২০২২

Top