NGL-এ কোনো অ্যানোনিমাস মেসেজ না পাওয়ায় ইনস্টাগ্রাম বন্ধ করে দিলেন গুলশানের তানভীর

৪৭৭ পঠিত ... ১৮:২২, জুলাই ০৬, ২০২২

Insta-bondho-kore-dilo-gulshaner-omuk

কিছুদিন আগে NGL অ্যাপের হাত ধরে আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ভাবে, নতুন রুপে ফিরে এসেছে অ্যানোনিমাস মেসেজ। হরদম অ্যাকাউন্ট খুলে হাজার হাজার অ্যানোনিমাস মেসেজের উত্তর দিচ্ছেন ব্যবহারকারীরা।

তবে বরাবরের মত NGL অ্যাপ খুলে কোনো মেসেজ না পাওয়া ব্যক্তির সংখ্যা এবারো কম নয়। NGL অ্যাপ খুলে নানা রঙে ঢঙে ইনস্টাগ্রাম স্টোরিতে দিনের পর দিন লিংক শেয়ার করেও কোনো মেসেজ না পাওয়ায় রাগে-দুঃখে ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছেন গুলশানের তানভীর।

তিনি বলেন, 'ভাবলাম ভক্তকূলকে গোপনে মনের কথা বলার সুযোগ করে দিয়ে একটা NGL অ্যাপ খুলেই ফেলি। খোলার পর একদিন যায়, দুইদিন যায়, দশদিন যায়, কোনো মেসেজই আসে না! ওইদিকে আমার ২৪ বছর ধরে সিঙ্গেল বন্ধু ফারদিনের অ্যানোনিমাস মেসেজে খালি তার উপর মানুষের ক্রাশ খাওয়ার মেসেজ আসছে। এমন অপমান তো সহ্য করা যায় না। তাই এই অত্যাচার থেকে বাঁচতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দিয়েছি।'

সেই ফারদিনের সঙ্গে কথা বলে জানা যায়, শুধুমাত্র ক্রাশ খাওয়া মূলক মেসেজই নয়, দিনে কয়বার লোডশেডিং হলো আর গরু কত দিয়ে কিনলাম এমন তথ্যও জানতে চাইছে মানুষ।

কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছে, ফারদিন নাকি নিজেকে নিজেই অ্যানোনিমাস মেসেজ পাঠান এবং প্রেমের প্রস্তাব দেন। এমন কথা তুলতেই ফারদিন তেড়ে এসে বলেন, 'ওই মিয়া বাজে কথা বলেন কেন? আমি আমাকে কেন মেসেজ পাঠাবো! আমি নিজের নামে একটা ফেইক আইডি খুলে ওটা তজেকে মেসেজ দেই। নিজের আইডি থেকে নিজেকে মেসেজ দিতে যাবো কেন।' 

৪৭৭ পঠিত ... ১৮:২২, জুলাই ০৬, ২০২২

Top