কথা রেখেছেন কাজী সালাউদ্দিন, ২০২২ সালের মধ্যে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে

১৯৯৫ পঠিত ... ১৪:২৩, জুন ০৮, ২০২২

Salahuddin

আজ সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফির এই বাংলাদেশ অবতরনের মধ্যে নিজের কথা রাখলেন বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন।  

কাকডাকা এক ভোরে সালাউদ্দিন বলেছিলেন, ‘২০২২ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে৷’ তখন অনেকেই হাসাহাসি করেছিলো৷ কিন্তু কাজি সালাউদ্দিন এগিয়ে গেলেন আরো এক ধাপ৷ বিশ্বকাপে না খেলতে পারলেও বিশ্বকাপটাই নিয়ে এসেছেন দেশে৷

এ বিষয়ে সালাউদ্দিনের অনুভূতি জানতে চাইলে নিজের ফেক আইডি থেকে তিনি তিনি ফেসবুকে লেখেন, 'কেউ কেউ কথা রাখে৷'

ফেক আইডিটি থেকে কাজী সালাউদ্দিন বিশ্বকাপের কাছে দাঁড়িয়ে থেকে একটা ছবিও পাঠান৷ পাশাপাশি বলেন, 'বিশ্বকাপের এত কাছে মেসি, রোনালদো, নেইমাররাও যেতে পারেনি৷ যেতে পেরেছি আমি। হুঁ, আমি কাজী সালাউদ্দিন।'

এই সময়ে তিনি সামনের বাফুফে নির্বাচনের বিষয়ে একটু আলোচনা করেন৷ তিনি বলেন, 'আশা করি প্রতিদ্বন্দ্বী এবারও থাকবে না৷ তাও যদি থাকে, আমার মার্কা জানিয়ে দেয়া হবে৷'

আমাদের প্রতিনিধি বাংলাদেশের বর্তমান ফুটবল র‍্যাঙ্কিং ১৮৮তম মনে করিয়ে দিলে তিনি বলেন, 'র‍্যাঙ্কিং ফ্যাঙ্কিং দেখার সময় নাই, আপনেগো ফিফা ট্রফিরে জিগান সালাউদ্দিন কিডা!'

১৯৯৫ পঠিত ... ১৪:২৩, জুন ০৮, ২০২২

Top