লিচুর বিচিকে তেলাপোকা ভেবে ভয়ে অজ্ঞান মিরপুরের মুনতাহা

৪৭১ পঠিত ... ১৮:৪৭, মে ২৪, ২০২২

Lichur-bichi

চলছে লিচুর মাস গ্রীষ্মকাল। দেখতে চমৎকার এই ফল খেতে অত্যন্ত সুস্বাদু হলেও এর দ্বারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেহাৎ কম নয়। শুনতে আশ্চর্য লাগলেও এমনই এক দুর্ঘটনার সঙবাদ পাওয়া গেছে ঢাকার মিরপুর থেকে। লিচুর বিচিকে তেলাপোকা ভেবে ভয়ে অজ্ঞান হয়ে গেছেন মিরপুরের মুনতাহা নামের এক কিশোরী (১৭)। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কিশোরীটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছে। বেশ ক'দিন অসুস্থ থাকার পর ধীরে ধীরে তার চেতনা ফিরছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এ ব্যাপারে কিশোরী মুনতাহার মা জানান, ‘আমরা বেডরুমে বসে প্রায় এক হাজার লিচু খাইছি ওইদিন। খাওয়ার পরে বিচিগুলা রান্নাঘরে রাখছিলাম। তবে কোন ফাঁকে যে দুইটা বিচি বিছানায় রয়ে গেছিলো সেটা আর খেয়াল নাই। ঘুমের মধ্যে মাথার পাশে লিচুর বিচি দেখে তেলাপোকা ভেবে আমার মেয়েটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে।‘

এমন কাণ্ডের জন্য মুনতাহার বাবাকে দায়ি করে তিনি বলেন, ‘দোষ ওর বাপের। বিচিওয়ালা লিচু আনা লাগে কেন? এরপর থেকে আমার বাসায় কোনোদিন আর লিচু ঢুকবে না। ঢুকলেও বিচি ছাড়া লিচু ঢুকবে। বিচিসহ লিচু ঢুকলেও সবাই বিচিসহ লিচু খাবে।’

মায়ের এমন বক্তব্যে বেশ মন খারাপ করে মুনতাহার ছোট ভাই জাহিন (৭)। তৎক্ষনাৎ তার হাতে গাছের লিচুর বদলে তুলে দেওয়া হয় বাজারের প্রাণ লিচুর প্যাকেট ও লিচি ড্রিংক। 

তবে মুনতাহার সাথে কথা বলে জানা যায়, এধরণের ঘটনা এবারই প্রথম নয়। খুব ছোটবেলা থেকে তেলাপোকাভীতি প্রবল কিশোরী মুনতাহার। রমজান মাসে বেশ কয়েকবার খেজুরকে তেলাপোকা ভেবে অজ্ঞান হয়ে গিয়েছিলো সে। এছাড়াও তেঁতুলের বিচিকে তেলাপোকার বাচ্চা ভেবে আতঙ্কিত হবার ঘটনার রেকর্ডও কম নয়।

মুনতাহার বাবা-মা দু'জনই মেয়ের এই তেলাপোকাভীতি কাটানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। এ ব্যাপারে মুনতাহা জানায়, ‘বিচি নিয়ে আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। যার বিচি তার কাছে মানে, খাওয়ার পর বিচিগুলো প্রোপারলি ডিসপোস করতে হবে। এবার কী যে ভয়টা পাইছিলামরে ভাই! আমার বিচি থাকলে শিওর কান্ধে উঠতো....’

৪৭১ পঠিত ... ১৮:৪৭, মে ২৪, ২০২২

Top